দুর্ঘটনায় গুরুতর আহত অসচ্ছল মেধাবীদের জন্য ১০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত চিকিৎসা সহায়তা

প্রতীকী ছবি

দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন ১০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত আর্থিক অনুদান দেওয়া হবে। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট দেবে এই অনুদান। শুধু ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীরাই এই অনুদানের জন্য আবেদন করতে পারবেন।

অনুদানপ্রাপ্তির জন্য শিক্ষার্থীকে অনলাইনে আবেদন করতে হবে। ২০১৪-২০১৫ থেকে প্রতি অর্থবছরেই এই অনুদান দেওয়া হচ্ছে। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক/সমমান এই তিন পর্যায়ে অনুদান দেওয়া হয়। গত বছরের মোট অনুদানের পরিমাণ ছিল ৮ লাখ ৬০ হাজার টাকা, যা বিগত বছরগুলোর তুলনায় সর্বোচ্চ। চলতি বছরের জন্য আবেদন গ্রহণ চলছে অনলাইনে।

আবেদন শেষ: ৩০ আগস্ট ২০২৩

আবেদনের লিংক: eservice.pmeat.gov.bd/medical

যেসব কাগজপত্র লাগবে

  • আবেদনকারীর ছবি

  • আবেদনকারীর স্বাক্ষর

  • আবেদনকারীর জন্মনিবন্ধন সনদ

  • অভিভাবকের জাতীয় পরিচয়পত্র

  • শিক্ষার্থী দরিদ্র পরিবারের সন্তান মর্মে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের সুপারিশ (নির্ধারিত ফরমে)

  • দুর্ঘটনার প্রমাণ হিসেবে জেলা পর্যায়ে সিভিল সার্জন/সরকারি হাসপাতালের ডাক্তার/উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সুপারিশ (নির্ধারিত ফরমে)

  • পিতা–মাতা/অভিভাবকের কর্মরত প্রতিষ্ঠানপ্রধানের প্রত্যয়নপত্র (প্রজাতন্ত্রের বেসামরিক কর্মে নিয়োজিত তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীর সন্তানদের ক্ষেত্রে প্রযোজ্য)

যেভাবে আবেদন করবেন

  • প্রথমে প্রতিষ্ঠানপ্রধান কর্তৃক সুপারিশ গ্রহণের জন্য নির্ধারিত ফরম ডাউনলোড করুন। তারপর প্রিন্ট করে পূরণ করুন ও আপনার চিকিৎসক এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে সুপারিশ গ্রহণ করুন

  • অতঃপর ছবি, স্বাক্ষর, জন্মসনদ, অভিভাবকের জাতীয় পরিচয়পত্র ও সুপারিশের কপির স্পষ্ট করে ছবি তুলুন

  • অনলাইনে রেজিস্ট্রেশন করুন (যদি অ্যাকাউন্ট না থাকে)

  • মোবাইল ভেরিফিকেশন করুন

  • লগইন করুন

  • আবেদন করুন

  • ড্যাশবোর্ড থেকে আবেদনের অবস্থা জানুন

জেনে রাখুন

  • আবেদনের প্রাপ্তির ৩-৪ মাস পর অর্থ প্রেরণ করা হয়

  • শিক্ষার্থী চিকিৎসা অনুদানের জন্য নির্বাচিত হলে তাঁর মোবাইলে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে

  • দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন শিক্ষার্থী প্রতি ২ মাস অন্তর বর্ণিত লিংক ব্যবহার করে অনলাইনে আবেদন দাখিল করতে পারেন

  • একজন আহত শিক্ষার্থী তাঁর চিকিৎসা মেয়াদে একবারমাত্র অনুদানের জন্য আবেদন করতে পারবেন

আরও পড়ুন