হলি ক্রস কলেজে ভর্তির আবেদন শুরু ১০ আগস্ট, চলবে ১৩ আগস্ট পর্যন্ত

রাজধানী ঢাকার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান হলি ক্রস কলেজে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির কার্যক্রম শুরু হচ্ছে ১০ আগস্ট থেকে। এবারো এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ, লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার (ভাইভা) সমন্বয়ে শিক্ষার্থী ভর্তি করা হবে শিক্ষাপ্রতিষ্ঠানটিতে। 

আবেদনের যোগ্যতা

বিজ্ঞান বিভাগ: এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ থাকতে হবে (উচ্চতর গণিত এবং জীববিজ্ঞান থাকতে হবে)

মানবিক বিভাগ: এসএসসি পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৩ থাকতে হবে

ব্যবসায় শিক্ষা: এসএসসি পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৪ থাকতে হবে

বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে

বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৪ ও তদূর্ধ্ব জিপিএপ্রাপ্তরাও মানবিকে আবেদন করতে পারবে। বিজ্ঞান বিভাগের ৪.২৫ ও তদুর্ধ্ব জিপিএ প্রাপ্তরাও ব্যবসায় শিক্ষায় আবেদন করতে পারবে।

ভর্তির আবেদনের লিংক: sites.google.com/view/hcca এবং প্রতিষ্ঠানের ওয়েবসাইটের লিংক: hcc.edu.bd

গুরুত্বপূর্ণ তারিখ

  • অনলাইনে আবেদন: ১০ আগস্ট সকাল ৯টা থেকে ১৩ আগস্ট রাত ১২টা পর্যন্ত

  • লিখিত পরীক্ষা (সিলেকশন টেস্ট): বিজ্ঞান বিভাগ ১৮ আগস্ট, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ ১৯ আগস্ট

  • প্রাথমিক ফল প্রকাশ: ২৪ আগস্ট

  • মৌখিক পরীক্ষার তারিখ: বিজ্ঞান বিভাগ ২৬ আগস্ট, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ ২৭ আগস্ট

  • চূড়ান্ত ফল প্রকাশ: ৩০ আগস্ট সকাল ১১টা

আরও পড়ুন

জেনে রাখুন

  • অনলাইনে সঠিকভাবে ফরম পূরণ করে আবেদন সম্পন্ন করতে হবে। তথ্যগত কোনো ভুল থাকলে আবেদন বাতিল বলে গণ্য হবে

  • আবেদন ফি বাবদ ৩০০ টাকা বিকাশের মাধ্যমে পরিশোধ করতে হবে

  • পারমিট স্লিপ এবং সঠিকভাবে পূরণকৃত আবেদন ফরম ডাউনলোড করে প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে।

  • বিবাহিত শিক্ষার্থীকে ভর্তি করা হয় না। এবং সেশন চলাকালীন সময়ে কারো বিয়ে হলে তাকে টি.সি. দেয়া হবে (বাল্য বিবাহ আইনত অপরাধ)

  • কলেজ নির্ধারিত ইউনিফর্ম পরিধান বাধ্যতামূলক।

  • শরীরচর্চা ও সহ-পাঠ্যক্রম কার্যক্রমে অংশগ্রহণ বাধ্যতামূলক

  • কলেজে পড়াশোনাকালীন সময়ে মোবাইল ফোন আনা ও ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ

আরও পড়ুন

লিখিত পরীক্ষার বিষয় ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগ: বাংলা, ইংরেজি, পদার্থ বিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান, সাধারণ জ্ঞান

মানবিক বিভাগ: বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, ভূগোল, পৌরনীতি, অর্থনীতি, ইতিহাস ও সাধারণ জ্ঞান

ব্যবসায় শিক্ষা বিভাগ: বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, হিসাব বিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাংকিং, ব্যবসায় উদ্যোগ ও সাধারণ জ্ঞান

আসন সংখ্যা: 

  • বিজ্ঞান বিভাগ: ৭৮০

  • ব্যবসায় শিক্ষা বিভাগ: ২৭০

  • মানবিক বিভাগ: ২৬০

ভর্তিসংক্রান্ত সাহায্যের জন্য হেল্প লাইন

৫৮১৫২৫১৬, ০১৭৪১৬২৯৯৯৮, ০১৭৪১৬২৮৭৭৬, ০১৫৫৬৩১৮১৫২ (সকাল ৯:০০ - বিকাল ৪:০০টা পর্যন্ত)

আরও পড়ুন