Thank you for trying Sticky AMP!!

নবীন–প্রবীণের মিলনমেলা

আজ শুরু হয়েছে ৫০ বছর পূর্তি উদ্‌যাপনের সমাপনী আয়োজন

সন্ধ্যার আগেই লোকে লোকারণ্য হয়ে গেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চ। কেউ একা, কেউবা দল বেঁধে উপস্থিত হয়েছেন নন্দন মঞ্চে। চারদিকে উৎসবের আমেজ। বাংলাদেশ শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চে অনুষ্ঠিত হলো আরণ্যক নাট্যদলের ৫০ বছর পূর্তি উদ্‌যাপনের সমাপনী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। সন্ধ্যায় এ উৎসবের উদ্বোধন করেন ঝিমিত ঝিমিত চাঙমা।

ন্ধ্যায় এ উৎসবের উদ্বোধন করেন ঝিমিত ঝিমিত চাঙমা

সমাপনী উৎসব উপলক্ষে নন্দন মঞ্চ প্রাঙ্গণে আরণ্যক নাট্যদলের বর্তমান সদস্যদের পাশাপাশি উপস্থিত হয়েছিলেন নাট্যদলটির সাবেক অনেক সদস্য। নবীন–প্রবীণের মিলনমেলায় পরিণত হয়েছিল। এ ছাড়া দর্শকদের মধ্যে ছিল উৎসবের আমেজ। অনেকে বন্ধুবান্ধব নিয়ে এসেছেন এ উৎসবে।

১৯৭২ সালের ১ ফেব্রুয়ারি সাত তরুণ স্বাধীন বাংলাদেশে যাত্রা শুরু করেন নাট্যদল আরণ্যক। গত বছরের ফেব্রুয়ারিতে ৫০ বছর পূর্ণ করেছে আরণ্যক। এ উপলক্ষে বছরজুড়ে ছিল নানা আয়োজন। আজ শুরু হয়েছে ৫০ বছর পূর্তি উদ্‌যাপনের সমাপনী আয়োজন। ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ আয়োজন। আট দিনব্যাপী এ আয়োজনে মঞ্চস্থ হবে আরণ্যক নাট্যদলের নতুন-পুরোনো ৯টি নাটক।

Also Read: নাট্যশালা যেন আরণ্যক হয়ে গিয়েছিল

সমাপনী উৎসব উপলক্ষে নন্দন মঞ্চে আরণ্যক নাট্যদলের বর্তমান সদস্যদের পাশাপাশি উপস্থিত হয়েছিলেন নাট্যদলটির সাবেক অনেক সদস্য

প্রথম দিন সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হয় মামুনুর রশীদের রচনা ও হারুন রশীদের নির্দেশনায় ওরা কদম আলী। এ উৎসবে নাটক ছাড়া থাকছে সেমিনার, যন্ত্রসংগীত, প্রকাশনা উৎসবসহ নানা আয়োজন। যেখানে নবীন ও বর্তমানের নিয়মিত সদস্যদের পাশাপাশি যোগ দেবেন ফজলুর রহমান বাবু, চঞ্চল চৌধুরী, আ খ ম হাসান, শামীম জামান, জয়রাজ, তমালিকা কর্মকারের মতো তারকা শিল্পীরা।

Also Read: ‘কবর’ থেকে ‘রাজনেত্র’, আরণ্যকের বিচিত্র পথচলা