Thank you for trying Sticky AMP!!

রাজস্থান রয়্যালসের বিপক্ষে কাল সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি

কোহলিকে জুনায়েদের খোঁচা: ‘মন্থরতম সেঞ্চুরির জন্য অভিনন্দন’

বিরাট কোহলির ব্যাটে রানের ধারা বইছে। এবারের আইপিএলে ৫ ম্যাচ খেলে রান করেছেন ৩১৬, যা এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ। গতকাল রাজস্থান রয়্যালের বিপক্ষে ম্যাচেও করেছেন সেঞ্চুরি, যা সর্বশেষ ৭ ম্যাচে তাঁর তৃতীয়। তবে গতকালের সেঞ্চুরিতে অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডও গড়েছেন কোহলি।

১০০ রান করতে তিনি কাল খেলেছেন ৬৭ বল, আইপিএল ইতিহাসে যা যৌথভাবে মন্থরতম সেঞ্চুরি। তিন অঙ্কে যেতে ৬৭ বল খেলার আগের রেকর্ডটি মনীষ পাণ্ডের, ২০০৯ আইপিএলে বেঙ্গালুরুর হয়ে। এ নিয়ে এক্সে কোহলিকে খোঁচাই দিয়েছেন পাকিস্তানের সাবেক পেসার জুনায়েদ খান।

এক্সে জুনায়েদ লিখেছেন, ‘অভিনন্দন কোহলি, আইপিএল মন্থরতম সেঞ্চুরির জন্য।’ গতকাল কোহলির সেঞ্চুরিতে প্রথমে ব্যাট করে বেঙ্গালুরু তোলে ৩ উইকেটে ১৮৩ রান, যেখানে ৭২ বলে ১১৩ রানই কোহলির। কিন্তু জস বাটলার, সঞ্জু স্যামসনের সৌজন্যে রাজস্থান জয় তুলে নেয় ৫ বল আর ৬ উইকেট হাতে রেখেই। ম্যাচ হারার পর এক্সে আরেকটি টুইটে জুনায়েদ লিখেছেন, ‘কার কারণে আরসিবি হেরেছে?’

গতকাল ৫৮ বলে সেঞ্চুরি করেছেন বাটলার। আর স্যামসন ৪২ বলে করেছেন ৬৯। বাটলারের স্ট্রাইক রেট ছিল ১৭২ আর স্যামসনের ১৬৪। সেখানে কোহলির স্ট্রাইক রেট ছিল ১৫৬, শেষ দিকে সেঞ্চুরির জন্য কিছুটা সতর্ক হয়েও খেলেছেন। আরেকটি টুইটে বাটলার ও স্যামসনের প্রশংসা করেছেন জুনায়েদ, ‘১৬৪ স্ট্রাইক রেটে স্যামসন আর ১৭২ স্ট্রাইক রেটে জস বাটলারের ম্যাচজয়ী জুটি।’

Also Read: কাইফের প্রশ্ন, জাদেজার জায়গায় কোহলি থাকলে কামিন্স কী করতেন

ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগও কোহলির স্ট্রাইক রেট নিয়ে কথা বলেছেন। ক্রিকবাজে এই সাবেক ক্রিকেটার বলেছেন, ‘বিরাট কোহলির স্ট্রাইক রেট আরও বাড়তে পারত। যখন আপনি ৩৯ বলে ফিফটি করেন, এরপর আপনার স্ট্রাইক রেট দুই শর কাছাকাছিও যেতে পারে। তবে অন্য ব্যাটসম্যানরা কিছু করতে পারেনি। সব চাপ ছিল কোহলির ওপর।’

Also Read: কোহলির ব্যাটে রানের ধারা বেঙ্গালুরুকে জেতাচ্ছে, নাকি হারাচ্ছে