কাইফের প্রশ্ন, জাদেজার জায়গায় কোহলি থাকলে কামিন্স কী করতেন

আইপিএলে গতকালের ম্যাচে রবীন্দ্র জাদেজার বিপক্ষে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউটের আবেদন প্রত্যাহার করে নেন সানরাইজার্স অধিনায়ক প্যাট কামিন্সএক্স

চেন্নাই সুপার কিংসের ইনিংসে তখন ১৯তম ওভার। বোলার সানরাইজার্স হায়দরাবাদের পেসার ভুবনেশ্বর কুমার। ওভারের চতুর্থ বলটি স্টাম্প তাক করে ইয়র্কার মেরেছিলেন তিনি। চেন্নাইয়ের ব্যাটসম্যান রবীন্দ্র জাদেজা ইয়র্কার কোনোমতে ঠেকিয়ে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসেছিলেন। বল তখন ভুবনেশ্বরের হাতে। রানআউটের জন্য স্টাম্প তাক করে থ্রো করেছিলেন তিনি। জাদেজা পড়িমড়ি করে ক্রিজে ফেরার সময় স্টাম্প ঢেকে ফেলেছিলেন এবং ভুবনেশ্বর থ্রো করায় বল তাঁর পিঠে লেগেছে। জাদেজা ঘুরে দাঁড়িয়ে দুই হাত ছড়িয়ে একবার প্রতিবাদও জানিয়েছেন।

আরও পড়ুন

মাঠে দুই আম্পায়ার রোহান পণ্ডিত এবং যশবন্ত বার্দে এরপর নিজেদের মধ্যে আলোচনা করেন। জাদেজা ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট হয়েছেন কি না, সে বিষয়ে কথা বলেছেন দুই আম্পায়ার। ব্যাপারটা নিশ্চিত হতে তৃতীয় আম্পায়ারের দ্বারস্থ হবেন কি না, সেটা নিয়েও কথা হয়েছে। কিন্তু সানরাইজার্স অধিনায়ক প্যাট কামিন্স মাঠে আম্পায়ারদের থামিয়েছেন। জাদেজাকে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট করতে চাননি কামিন্স। তাই মাঠের আম্পায়ারদের তৃতীয় আম্পায়ারের দ্বারস্ত হতে দেননি এই অস্ট্রেলিয়ান পেসার।

জাদেজা তখন ২০ বলে ২৫ রানে ব্যাট করছিলেন। ১৮.৪ ওভারে চেন্নাইয়ের সংগ্রহ ১৫৬/৪। চেন্নাইয়ের ইনিংস ২০ ওভার শেষে থেমেছে ৫ উইকেটে ১৬৫ রানে। ২৩ বলে ৩১ রানে অপরাজিত ছিলেন জাদেজা। ১৮.৪ ওভারে সেই ঘটনার পর ইনিংসের বাকি ৮ বলে ড্যারিল মিচেলের উইকেট হারিয়ে মাত্র ৯ রান তুলতে পেরেছে চেন্নাই।

ভারতের সাবেক ক্রিকেটার কামিন্স চেন্নাই-সানরাইজার্স ম্যাচে ওই মুহূর্তের পরিস্থিতিটা বোঝার চেষ্টা করেছেন। কামিন্স সম্পূর্ণ কৌশলগত কারণ থেকে জাদেজাকে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট করতে চাননি নাকি ব্যাপারটা ‘ফেয়ার প্লে’ ছিল—সামাজিক যোগাযোগমাধ্যমে সানরাইজার্স অধিনায়কের প্রতি এই প্রশ্ন তুলেছেন কাইফ।

আরও পড়ুন

‘এক্স’-এ তিনি লিখেছেন, ‘জাদেজার বিপক্ষে অবস্ট্রাকটিং দ্য ফিল্ড আউটের আবেদন প্রত্যাহার করে নেওয়ার ব্যাপারে প্যাট কামিন্সের কাছে আমার দুটি প্রশ্ন। ধোনিকে ভেতরে (ড্রেসিংরুমে) রাখতে কষ্টেসৃষ্টে রান তোলা জাদেজাকে ক্রিজে রাখার সিদ্ধান্তটা কৌশলগত কি না? টি-টোয়েন্টি বিশ্বকাপে একই জায়গায় বিরাট কোহলি থাকলে তিনি কি একই কাজ করতেন?’

চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচটি ৬ উইকেটে জিতেছে সানরাইজার্স
আইপিএল

চেন্নাইয়ের ব্যাটিং অর্ডার অনুযায়ী ১৮.৪ ওভারে জাদেজা আউট হলে মহেন্দ্র সিং ধোনি ব্যাটিংয়ে নামতেন। মিচেল আউট হওয়ার পর অবশ্য চেন্নাইয়ের ইনিংসে ৩ বল বাকি থাকতে নেমেছিলেন ধোনি। ২ বলে ১ রানে অপরাজিত ছিলেন। কাইফ তাঁর পোস্টে বোঝাতে চেয়েছেন, ধোনির ফিনিশিং-ক্ষমতা জাদেজার চেয়ে ভালো। আর জাদেজা তখন দ্রুত রান তুলতে পারছিলেন না। তাঁকে আউট করে ক্রিজে ধোনির বিপজ্জনক ব্যাটসম্যানকে নিয়ে আসাটা কৌশলগত জায়গা থেকে কামিন্সের কাছে ঝুঁকিপূর্ণ মনে হয়েছিল কি না—এই প্রশ্ন তুলেছেন ভারতের হয়ে ১৩ টেস্ট ও ১২৫ ওয়ানডে খেলা কাইফ।

সানরাইজার্স ম্যাচটা শেষ পর্যন্ত ৬ উইকেটে জিতেছে। ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলে পাঁচে সানরাইজার্স। তাদের সমান ম্যাচে সমান পয়েন্ট পেলেও শ্রেয়তর রানরেট নিয়ে তৃতীয় চেন্নাই।

আরও পড়ুন