শিরানের মাধ্যমে শাহরুখের কাছে যা জানতে চাইলেন গিল

রেস্টুরেন্টে একসঙ্গে বসে খাওয়ার সময় এড শিরান, তন্ময় ভাট ও শুবমান গিলভিডিও থেকে নেওয়া

ম্যাথমেটিকস ট্যুরে গত মাসে ভারতে এসেছিলেন ইংরেজ গায়ক এড শিরান। সময়টা তিনি ভালোই উপভোগ করেছেন। মুম্বাইয়ে কনসার্ট তো জমেছেই, এর পাশাপাশি ভারতের বেশ কয়েকজন তারকার সঙ্গেও দেখা করেছেন শিরান। বলিউড কিংবদন্তি শাহরুখ খানের সঙ্গে দেখা করার পাশাপাশি গুজরাট টাইটানসের তারকা শুবমান গিলের সঙ্গেও ভালো সময় কেটেছে তাঁর। গিলের সঙ্গে ক্রিকেটও খেলেন শিরান। গতকাল গিলের সঙ্গে সময় কাটানোর একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি। কৌতুকাভিনেতা তন্ময় ভাটও খাওয়া-দাওয়া এবং আড্ডামূলক সেই সময় কাটানোয় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

গিলের সঙ্গে বসে খাবার খাওয়ার সময় শিরান তাঁকে বলেন, কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখের সঙ্গে তিনি দেখা করতে যাবেন। তাঁর সঙ্গে বসে ডিনার করবেন। তখন শিরানকে গিল বলেন, ‘তাকে (শাহরুখ) জিজ্ঞেস করবে আমাকে কেন ধরে রাখেনি।’

ব্যাপারটা আরেকটু খুলে বলাই ভালো। একটি রেস্টুরেন্টে বসে একসঙ্গে খাবার খাচ্ছিলেন শিরান, গিল ও তন্ময়। তখন শিরান বলেন, ‘আজ রাতে শাহরুখ খানের সঙ্গে ডিনার করব।’ প্রত্যুত্তরে গিল বলেন, ‘আমি তার দলে খেলতাম।’ কথাটা শুনে শিরান বেশ অবাক হন। তাঁর জানা ছিল না, শাহরুখের খেলাধুলার কোনো দল আছে। এ সময় তন্ময় ভাট শিরানকে বুঝিয়ে বলেন, আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি দলের মালিক শাহরুখ। গিল এ সময় মজা করে শাহরুখকে ওই কথাটি জিজ্ঞেস করতে বলেন শিরানকে। ব্যাপারটি যে মজা, সেটা আন্দাজ করে নেওয়া যায় গিল কথাটি বলার পর তিনজন একসঙ্গে হেসে ওঠায়।

২০১৮ আইপিএলের আগে গিলকে ১.৮ কোটি রুপিতে কিনেছিল কলকাতা। ২০২১ সাল পর্যন্ত নাইটদের ফ্র্যাঞ্চাইজিতে খেলেন ভারতীয় এই ওপেনার। ২০২২ আইপিএলের আগে তাঁকে কিনে নেয় গুজরাট টাইটানস। গত আইপিএলে ১৬ ম্যাচে ১৫৬.৬২ স্ট্রাইকরেটে ৮২৭ রান করা গিলকে এবার আইপিএলে অধিনায়ক বানিয়েছে গুজরাট। এবারের মৌসুমে এখন পর্যন্ত ৪ ম্যাচে ১৫৯.২২ স্ট্রাইকরেটে ১৬৪ রান করেছেন গিল।

আরও পড়ুন

২০২১ সালে কলকাতা নাইট রাইডার্সের ইউটিউব চ্যানেলে প্রকাশিত ‘লাভ, ফেইথ অ্যান্ড বিয়ন্ড’ শর্ট-ফিল্মে এই ফ্র্যাঞ্চাইজি দলটি নিয়ে গিল বলেছিলেন, ‘কেকেআরের সঙ্গে আমার বন্ধনটা বিশেষ কিছু। একবার এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যোগ দেওয়ার পর আপনি তাদের সঙ্গে চিরকাল খেলতে চাইবেন...আমি যদি সেটা পারতাম তাহলে চিরকালই খেলতাম।’ কলকাতা যে গিলকে ছেড়ে দিয়ে আক্ষেপ করে, ব্যাপারটা এমনও নয়। গত বছর ফ্র্যাঞ্চাইজিটির ব্যবস্থাপনা পরিচালক ভিকি মায়শোর বলেছিলেন, ‘এটা দেখে ভালো লাগে যে কিছু খেলোয়াড় যারা এখানে (কলকাতা) বেড়ে ওঠার পর অন্য দলে গিয়ে ভালো করছে। শুবমান গিল তাদের মধ্যে একজন।’

গিলের সঙ্গে দারুণ সময় কেটেছে শিরানের
ভিডিও থেকে নেওয়া

গিলের সঙ্গে সাক্ষাতে ক্রিকেটও খেলেছেন শিরান। একসঙ্গে বসে পানিপুরি ও লাচ্ছির পাশাপাশি অন্যান্য প্রচলিত খাবারও খেয়েছেন এই ইংরেজ গায়ক। গত ১৬ মার্চ মুম্বাইয়ে পারফর্ম করেন শিরান।