Thank you for trying Sticky AMP!!

ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাস্কার

ইংল্যান্ড–অস্ট্রেলিয়াকে নিজেদের চরকায় তেল দিতে বললেন গাভাস্কার

আইপিএল আন্তর্জাতিক ক্রিকেটের সূচিকে ক্ষতিগ্রস্ত করছে—এমন একটি সমালোচনা চলছে ক্রিকেট বিশ্বে। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো দক্ষিণ আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরাতের টি-টোয়েন্টি লিগে দল কিনে নেওয়ার পর এ সমালোচনা আরও বেগবান হয়েছে। অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ ও ইংল্যান্ডের দ্য হানড্রেডের সূচির সঙ্গে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে ওই দুই টুর্নামেন্টের সূচি। এ কারণেই ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেট মহল আইপিএল নিয়ে বেশি সমালোচনায় মেতেছে।

Also Read: বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ দামি প্রতিযোগিতা হবে আইপিএল

আইপিএল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি–টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ

কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কারের এই সমালোচনা ভালো লাগেনি। বিষয়টি নিয়ে তিনি ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেট কর্তাদের একপ্রকার ধুয়েই দিয়েছেন। ‘স্পোর্টস্টারে’এক কলামে গাভাস্কার লিখেছেন, ‘...যেকোনো প্রকারে নিজেদের স্বার্থের দিকে নজর দাও। কিন্তু দয়া করে আমাদের কাজে নাক গলিও না এবং আমাদের কী করা উচিত, সেটা বলতে এসো না। আমরা আমাদের স্বার্থ দেখব আর এটা তোমরা যেভাবে বলবে, তার চেয়ে ভালোভাবেই করতে পারব।’

ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেট মহল আইপিএল নিয়ে কেন এতটা সমালোচনামুখর হয়ে উঠেছে, সেই ব্যাখ্যা দিতে গিয়ে গাভাস্কার বলেন, ‘ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আবার অন্য দলগুলোর ক্রিকেট সূচির জন্য প্রতিবন্ধক হয়ে ওঠাটা মজার এক বিষয়ই। যখনই দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগ আর সংযুক্ত আরব আমিরাতের টি-টোয়েন্টি লিগের খবর আসতে শুরু করেছে, পুরোনো পরাশক্তিরা গলা জোরাল করতে শুরু করেছে।’

Also Read: টেন্ডুলকারের আইপিএল দলে নেই কোহলি–রোহিত, অধিনায়ক পান্ডিয়া

বিষয়টি আরও ভালো করে ব্যাখ্যা করতে গিয়ে গাভাস্কার লিখেছেন, ‘ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড তাদের দ্য হানড্রেড টুর্নামেন্টের জন্য একটি সময় বের করেছে, সেই সময়টায় ইংল্যান্ডের কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই। অস্ট্রেলিয়ানদের বেলায়ও তাই। চুক্তিবদ্ধ খেলোয়াড়েরা খেলতে পারবে, বিগ ব্যাশের জন্য এমন একটা সময় বেছে নিয়েছে তারা। কিন্তু তাদের জন্য দুশ্চন্তার বিষয় হলো সেই একই সময়ে দক্ষিণ আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরাতের টি-টোয়েন্টি লিগ। বিগ ব্যাশের কিছু খেলোয়াড় ওই দুই লিগে চলে যেতে পারে বলে শঙ্কা করছে তারা।’

Also Read: আইপিএল জিতেই রিয়াল মাদ্রিদকে নকল গুজরাটের