আইপিএল জিতেই রিয়াল মাদ্রিদকে নকল গুজরাটের

পান্ডিয়ার গুজরাট জিতেছে আইপিএলের শিরোপা, বেনজেমার রিয়াল চ্যাম্পিয়নস লিগেরছবি: আইপিএল ও রয়টার্স

একটি দল টুর্নামেন্টে নিজেদের ১৪তম শিরোপা জিতেছে। আরেক দল জিতেছে প্রথমবার, টুর্নামেন্টে তাদের পথচলার শুরুও এই মৌসুমে। চ্যাম্পিয়নস লিগে এবারের শিরোপাজয়ী রিয়াল মাদ্রিদ আর আইপিএলের শিরোপা জেতা গুজরাট টাইটানসকে একবাক্যে মিলিয়ে ফেলাই তো হাস্যকর। কিন্তু সেটি করতে হচ্ছে গুজরাটেরই একটা টুইটের কারণে।

গতকাল আহমেদাবাদে ফাইনালে রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে আইপিএল জিতেছে গুজরাট। এরপরই রিয়াল মাদ্রিদকে নকল করে একটা টুইট করেছে তারা। মজা করতেই যে টুইটটা করা, তা সম্ভবত কাউকে বলে দিতে হবে না। রিয়ালের ঢঙে গুজরাটও বলছে, তারা শুধু আইপিএল ফাইনাল খেলে না, আইপিএল ফাইনাল জেতে।

চ্যাম্পিয়নস লিগ ফাইনালে গত পরশু লিভারপুলকে হারিয়ে নিজেদের ১৪তম চ্যাম্পিয়নস লিগ জেতার পর রিয়াল মাদ্রিদের ইংরেজি সংস্করণের টুইটার অ্যাকাউন্ট থেকে প্রথম টুইটটা করা হয়। সেখানে লেখা, ‘আমরা শুধু ফাইনাল খেলি না, ফাইনাল জিতি।’

তা বটে, সেই ১৯৮১ চ্যাম্পিয়নস লিগ ফাইনালে সর্বশেষ হেরেছিল রিয়াল মাদ্রিদ, এরপর থেকে আট ফাইনালের আটটিই জিতেছে! অর্থাৎ নতুন নামকরণের পর এখনো তারা কোনো ফাইনাল হারেনি। শুধু ফাইনাল জেতার রেকর্ডই নয়, রিয়ালের এমন টুইটের পেছনে থিবো কোর্তোয়ার কথাও বড় একটা কারণ ছিল।

চ্যাম্পিয়নস লিগের শিরোপা নিয়ে উদ্‌যাপন রিয়ালের খেলোয়াড়দের
ছবি: রিয়াল মাদ্রিদ ওয়েবসাইট

ফাইনালের আগে রিয়ালের বেলজিয়ান গোলকিপারই প্রথম কথাটা বলেছিলেন। অনেকটা লিভারপুলকে হুঁশিয়ারির সুরেই বলেছিলেন, ‘রিয়াল মাদ্রিদ যখন কোনো ফাইনাল খেলে, তারা জেতে।’

শেষ পর্যন্ত পরশু প্যারিসে কোর্তোয়ার অবিশ্বাস্য পারফরম্যান্সেই রিয়াল চ্যাম্পিয়নস লিগ জিতেছে। লিভারপুলকে ১-০ গোলে হারানোর পথে ভিনিসিয়ুসের গোলের চেয়ে কোর্তোয়ার ৯টি দুর্দান্ত সেভের অবদান কোনো অংশে কম তো নয়ই, বরং বেশি। ম্যাচসেরাও হয়েছেন কোর্তোয়া।

আইপিএলে রাজস্থানের বিপক্ষে ফাইনালের আগে গুজরাটের কেউ এমন কোনো কথা বলেননি। তবে ফাইনাল শেষে গুজরাটের টুইটার অ্যাকাউন্টেও হাজির রিয়াল মাদ্রিদ।

অভিষেকেই আইপিএল জয়ের উচ্ছ্বাস গুজরাটের
ছবি: আইপিএল

চ্যাম্পিয়নস লিগ ফাইনালের পর রিয়াল মাদ্রিদ যে টুইট করেছিল, আইপিএল জেতার পর কাল সেটিই রি-টুইট করেছে গুজরাট। লিখেছে, ‘ওরা যখন বলেছে...!’

গুজরাটের টুইটার অ্যাকাউন্টের অ্যাডমিনের প্রশংসা করতেই হয়, মানুষের কাছে গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনাকে কাজে লাগিয়ে মজার টুইট করার উপায় তাঁর ভালোই জানা।

শুধু রিয়ালের টুইটের সঙ্গে নিজেদের টুইটে একটু পার্থক্য রেখেছে গুজরাট, সেটি অবশ্য রাখতেই হতো। টুইটে ‘চ্যাম্পিয়নস’ শব্দটার ইংরেজি বানানে ‘আই’ এবং ‘ও’ অক্ষর দুটির জায়গায় ইংরেজি সংখ্যায় ‘১’ ও ‘৪’ রেখেছিল রিয়াল। গুজরাট সে জায়গায় শুধু ‘আই’-এর জায়গায় ‘১’ রেখেছে। দুই দলের শিরোপাসংখ্যায় যে আকাশ-পাতাল ব্যবধান, না করে উপায় কী!