টেন্ডুলকারের আইপিএল দলে নেই কোহলি–রোহিত, অধিনায়ক পান্ডিয়া

টেন্ডুলকারের দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। গুজরাটকে আইপিএল জেতানোর পরছবি: টুইটার

বিরাট কোহলি ও রোহিত শর্মা নেই।

না, অলুক্ষণে কিছু ভাবার কারণ নেই। সদ্যই শেষ হওয়া আইপিএলে খেলোয়াড়দের পারফরম্যান্স বিচারে নিজের সেরা একাদশ বানিয়েছেন শচীন টেন্ডুলকার। ভারতীয় কিংবদন্তির সেরা একাদশে জায়গা হয়নি কোহলি ও রোহিতের মতো ব্যাটসম্যানের।

টেন্ডুলকারের যুক্তি অবশ্য অকাট্য। নাম নয় পারফরম্যান্স দেখে একাদশের খেলোয়াড় বেছে নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও শতকের রেকর্ড গড়া কিংবদন্তি।

নিজের ইউটিউব চ্যানেলে টেন্ডুলকার বলেছেন, ‘অতীত পারফরম্যান্স কিংবা তারকাখ্যাতি বিচার করা হয়নি। এ মৌসুমের পারফরম্যান্স দেখে খেলোয়াড় বাছাই করা হয়েছে।’ নিজের এই সেরা একাদশে অধিনায়কত্বের ভার তিনি অর্পণ করেছেন হার্দিক পান্ডিয়ার কাঁধে।

সদ্যই গুজরাট টাইটানসকে নেতৃত্ব দিয়ে এবার আইপিএলের শিরোপা জিতিয়েছেন ভারতীয় অলরাউন্ডার। গুজরাটের এবারই আইপিএলে নাম লিখিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পেছনে অধিনায়ক পান্ডিয়ার দারুণ অবদান দেখছেন অনেকেই। ফাইনালেও ব্যাটে-বলে দারুণ পারফর্ম করে হয়েছেন ম্যাচসেরা।

এবার আইপিএলে ভালো করতে পারেননি রোহিত শর্মা ও বিরাট কোহলি
ছবি: টুইটার

পান্ডিয়াকে অধিনায়ক বানানো প্রসঙ্গে টেন্ডুলকারের ব্যাখ্যা, ‘এ মৌসুমে হার্দিক দারুণ অধিনায়কত্ব করেছে। নিজের করণীয় সম্বন্ধে ওর পরিষ্কার ধারণা ছিল। সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। সব সময় আমি যা বলে এসেছি, “কখনো মন খারাপ করো না, (খেলাটা) উপভোগ করো।” উপভোগ করা মানে অধিনায়ক প্রতিপক্ষকে হারিয়ে দেবে এবং হার্দিক ঠিক সেটাই করেছে।’

ওপেনার হিসেবে জস বাটলার ও শিখর ধাওয়ানকে বেছে নিয়েছেন টেন্ডুলকার। চার শতকে ৮৬৩ রান করা রাজস্থান ওপেনার বাটলার এবার টুর্নামেন্টসেরা। ওপেনিংয়ে তাঁর সঙ্গী দিল্লি ক্যাপিটালসের শিখর ১৪ ম্যাচে করেছেন ৪৬০ রান। এ দুই ব্যাটসম্যান নিয়ে টেন্ডুলকার বলেছেন, ‘(ধাওয়ান) সে দ্রুত রান তুলতে পারে, স্ট্রাইক অদলবদল করে খেলতে পারে। বাঁহাতি ওপেনার সব সময়ই ভালো আর শিখরের অভিজ্ঞতাও কাজে লাগবে। বাটলার কী দারুণ মৌসুম কাটল! আইপিএলে তার চেয়ে বিপজ্জনক ব্যাটসম্যান আমি দেখি না।’

তিনে এবার আইপিএলে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের লোকেশ রাহুলকে বেছে নিয়েছেন টেন্ডুলকার। ১৫ ইনিংসে দুই শতকসহ ৬১৬ রান করেছেন রাহুল। চারে টেন্ডুলকারের পছন্দ পান্ডিয়া। পাঁচে ডেভিড মিলার, ছয়ে লিয়াম লিভিংস্টোন এবং সাতে দীনেশ কার্তিককে বেছে নিয়েছেন টেন্ডুলকার।

টেন্ডুলকারের সেরা একাদশে বোলিং বিভাগের নেতৃত্বে যশপ্রীত বুমরা
ছবি: টুইটার

যশপ্রীত বুমরা, মোহাম্মদ শামি, রশিদ খান ও যুজবেন্দ্র চাহাল টেন্ডুলকারের চার বোলার। পেস অলরাউন্ডার হিসেবে অধিনায়ক পান্ডিয়া তো আছেনই। তিন পেসার ও দুই লেগ স্পিনার মিলিয়ে বোলিং বিভাগ তৈরি করেছেন টেন্ডুলকার।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তারকা ব্যাটসম্যান কোহলির জন্য এবার আইপিএলটা মোটেও ভালো কাটেনি। ১৬ ম্যাচে ২২.৭৩ গড়ে ৩৪১ রান করেছেন কোহলি। অর্ধশতক মাত্র দুটি। মুম্বাই ইন্ডিয়ানস অধিনায়ক রোহিতেরও বাজে কেটেছে আইপিএল। ১৯.১৪ গড়ে ১৪ ম্যাচে ২৬৮ রান করেছেন রোহিত।

শচীন টেন্ডুলকারের আইপিএল ২০২২ একাদশ: জস বাটলার, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ডেভিড মিলার, লিয়াম লিভিংস্টোন, দীনেশ কার্তিক, রশিদ খান, মোহাম্মদ শামি, যশপ্রীত বুমরা ও যুজবেন্দ্র চাহাল।