ভোজ কয় যাহারে

‘খাই খাই করো কেন, এসো বসো আহারে-
খাওয়াব আজব খাওয়া, ভোজ কয় যাহারে।’
সুকুমার রায়ের ‘খাই খাই’ ছড়াটা কি তোমরা পড়েছ? দেশ-বিদেশের কত আজব, অদ্ভুত খাবারের কথাই না তিনি লিখেছেন ছন্দে ছন্দে। যুক্তরাষ্ট্রের আলোকচিত্রী গ্রেগ সেগাল তাঁর ক্যামেরায় যেন সুকুমারের ছড়াটাই তুলে ধরেছেন। দেশে দেশে শিশুরা কী খেয়ে বেড়ে ওঠে, সেসব ফুটে উঠেছে তাঁর তোলা ছবিতে।

ভারতের মুম্বাইয়ে থাকে চেতন মেঙ্গে। বয়স দশ বছর
ভারতের মুম্বাইয়ে থাকে চেতন মেঙ্গে। বয়স দশ বছর
ফ্র্যাঙ্ক ফেডেল সেনেগালের বাসিন্দা। বয়স ৮ বছর
ফ্র্যাঙ্ক ফেডেল সেনেগালের বাসিন্দা। বয়স ৮ বছর
এত সব ফাস্টফুড পেয়ে নিনো খাবুরজাহিয়া কী খুশি! সে থাকে যুক্তরাষ্ট্রে
এত সব ফাস্টফুড পেয়ে নিনো খাবুরজাহিয়া কী খুশি! সে থাকে যুক্তরাষ্ট্রে
রোসালি দুরান্দ থাকে ফ্রান্সে। ফ্রান্সের শিশুরা বেশ স্বাস্থ্যকর খাবার খায় বলে মনে হচ্ছে!
রোসালি দুরান্দ থাকে ফ্রান্সে। ফ্রান্সের শিশুরা বেশ স্বাস্থ্যকর খাবার খায় বলে মনে হচ্ছে!