সৈয়দ আল ফারুকের দুটি ছড়া

লিচুগুলো সুস্বাদু খুব

রসাল আর মিষ্টি

বাবা-মা আর তিন ভাই-বোন

একেকজনা বিশটি

মায়ের হাতে তুলে দিলেন

বাবা

সমানভাবে ভাগ করে দাও

সবাই মিলে খাবা।

চারজনকে বিশটি করে

চল্লিশ ষাট আশি...

দেওয়ার পরে শূন্য থালা

উধাও মায়ের হাসি।

তার হাতে নাই কিছু!

কোথায় গেল লিচু?

একটাও নেই ভাগে

বাবা

ফুলতে থাকেন রাগে

হাজার টাকায় বাজার থেকে

কিনেছি এক শ!

রা সরে না কারুর মুখে

এক্কেবারে থ!

চিংড়ি

উড়ো চিংড়ি

গুঁড়ো চিংড়ি

বুড়ো চিংড়ি

লাফাচ্ছে কে

ঝাঁপাচ্ছে কে

ভাই বড়টা

উড়ো চিংড়ি

ভয় পেয়ে খুব

হাঁপাচ্ছে কে

দোষ যত সব

চাপাচ্ছে কে

সবার ছোট

গুঁড়ো চিংড়ি

উড়ো চিংড়ি

গুঁড়ো চিংড়ি

চেঁচামেচি

চিৎকারে তাই

এলাকাটা

দাপাচ্ছে কে

কাঁপাচ্ছে কে

ওদের বাবা

বুড়ো চিংড়ি

উড়ো চিংড়ি

গুঁড়ো চিংড়ি

বুড়ো চিংড়ি

চিংড়ি মা কই

যাচ্ছে কোথায়

আড্ডাবাজি

হেথায় হোথায়

লেডিস ক্লাবে

উইকলি মিটিং

মিটিং শেষে

কুইকলি ইটিং

তিন চিংড়ি

পানির বাসায়

মা চিংড়ি

ওদের শাসায়