গণিতে অভূতপূর্ব সাড়া

সুডোকু প্রতিযোগিতার বাছাইপর্ব
সুডোকু প্রতিযোগিতার বাছাইপর্ব

জাতীয় গণিত উৎসব ও অলিম্পিয়াডে অংশগ্রহণকারী সবাইকে অভিনন্দন জানাই। ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো আয়োজিত গণিত উৎসব ও প্রতিযোগিতার মধ্য দিয়ে শুধু সেরা তরুণ গণিতবিদদেরই বাছাই করা হয় না, সেই সঙ্গে পরিমাপ করা হয় দেশে গণিতের প্রতি উৎসাহ কতটা বাড়ছে। এ বছর প্রতিটি আঞ্চলিক গণিত উৎসবে মেধাবী তরুণদের ব্যাপক উৎসাহ লক্ষ করেছি। এতে বোঝা যায়, আমাদের দেশে তরুণদের মধ্যে একটি গুণগত পরিবর্তনের সূচনা ঘটছে।

আমরা গণিত উৎসবে প্রশ্নোত্তর পর্বে শুধু উত্তরই দিই না, মাঝে মাঝে আমি ছোট ছোট প্রশ্ন করে তরুণদের মেধার তাৎক্ষণিক যাচাইও করি। অবশ্য প্রশ্নগুলো থাকে সহজ ও চট করে উত্তর দেওয়া যায়। যেমন যদি প্রশ্ন করি, (১০০)১০০০০ বড় নাকি (১০০০০)১০০ বড়? তাহলে আমি নিশ্চিত তরুণদের অনেকেই চট করে বলে দেবেন প্রথম সংখ্যাটি বড়। কারণ, (১০০০০)১০০ = (১০০২)১০০ = (১০০)২০০। সুতরাং (১০০)১০০০০ সংখ্যাটি (১০০০০)১০০–এর চেয়ে অনেক বড়। গণিতপ্রিয় তরুণেরা দেশের জ্ঞানভিত্তি প্রসারিত করে চলেছেন। যে দেশের তরুণেরা গণিতে এগিয়ে, তাঁরা জ্ঞান–বিজ্ঞানের প্রতিটি শাখায় এগিয়ে। আজ নাসা, এমআইটি, হার্ভার্ড, কেমব্রিজ, অক্সফোর্ডে আমাদের দেশের তরুণেরা বিশ্বের সেরা বিজ্ঞানীদের পাশে স্থান করে নিচ্ছেন। বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, অধ্যাপনা করছেন। তাঁদের অনেকেই একসময় আমাদের গণিত উৎসব ও প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। এখানেই আমাদের গর্ব। তাঁদের মধ্য থেকেই কেউ একজন হয়তো একদিন বিজ্ঞানে নোবেল বিজয়ী হবেন। এই আমাদের প্রত্যাশা। আমাদের আরেকটি প্রত্যাশা। আমরা আন্তর্জাতিক গণিত উৎসবে রুপা ও ব্রোঞ্জ পদক জয় করেছি। কিন্তু সোনার পদক এখনো পাইনি। খুব শিগগির আমাদের মেধাবী তরুণেরা সোনার পদক জয় করবেন। আমাদের এই প্রত্যাশাও ব্যর্থ হবে না।

সহযোগী সম্পাদক, প্রথম আলো ও সম্পাদক, বিজ্ঞানচিন্তা