এখন যেমন কড়াইল বস্তি

রাজধানীর কড়াইল বস্তিতে ১৫ মার্চ রাত পৌনে তিনটার দিকে আগুন লাগে। গা ঘেঁষে গড়ে ওঠা একের পর এক একতলা ও দোতলা টিনের ছাপরাঘরে আগুন ধরে যায়। রাতে বাতাস থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পুড়ে যায় সহস্রাধিক ঘর। একদিকে নেই সম্বল, অন্যদিকে বৃষ্টি। তাই অসহায় এই মানুষগুলো এখন পলিথিন টানিয়ে তার নিচে রাত কাটাচ্ছেন। চুলা জ্বলছে না বেশির ভাগেরই ঘরে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অনেকে খাবার সংগ্রহ করছেন। অনেকে নতুন করে ঘরের চালা বাঁধছেন, কেউ কেউ করছেন মেরামত। ছবিগুলো ২০ মার্চ দুপুরে তুলেছেন সাইফুল ইসলাম।

ঘরের সিঁড়িটি এখনো আছে, কিন্তু মাথার ওপরের ছাদ ধসে গেছে।
ঘরের সিঁড়িটি এখনো আছে, কিন্তু মাথার ওপরের ছাদ ধসে গেছে।
আগুন সবকিছুর সঙ্গে পুড়ে গেছে ঘরের চাল-ডালও। এরপর যা পড়ে ছিল, তা আগুন নেভাতে দেওয়া পানিতে ভিজে গেছে।
আগুন সবকিছুর সঙ্গে পুড়ে গেছে ঘরের চাল-ডালও। এরপর যা পড়ে ছিল, তা আগুন নেভাতে দেওয়া পানিতে ভিজে গেছে।
নতুন করে আবার সংসার সাজাবেন বস্তির বাসিন্দারা। তাই প্রয়োজনীয় জিনিসপত্রের পসরা নিয়ে বসেছেন ফেরিওয়ালা।
নতুন করে আবার সংসার সাজাবেন বস্তির বাসিন্দারা। তাই প্রয়োজনীয় জিনিসপত্রের পসরা নিয়ে বসেছেন ফেরিওয়ালা।
বৃষ্টির মধ্যে পলিথিনের ছাদই এখন মাথা গোঁজার একমাত্র ভরসা।
বৃষ্টির মধ্যে পলিথিনের ছাদই এখন মাথা গোঁজার একমাত্র ভরসা।
আগুনের ভয়াবহতার সাক্ষী এই ধ্বংসস্তূপ।
আগুনের ভয়াবহতার সাক্ষী এই ধ্বংসস্তূপ।
পলিথিন দিয়ে ঘরের চালা বাঁধছেন একজন।
পলিথিন দিয়ে ঘরের চালা বাঁধছেন একজন।
জোড়াতালি দিয়ে ঘর সারানোর কাজ করছেন কেউ কেউ।
জোড়াতালি দিয়ে ঘর সারানোর কাজ করছেন কেউ কেউ।
দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ত্রাণ সংগ্রহ করতে হচ্ছে।
দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ত্রাণ সংগ্রহ করতে হচ্ছে।
কেউ-বা আবার খাবার কেড়ে নিয়ে দিচ্ছেন দৌড়।
কেউ-বা আবার খাবার কেড়ে নিয়ে দিচ্ছেন দৌড়।
আবারও জমতে শুরু করেছে কড়াইলের খেয়াঘাট।
আবারও জমতে শুরু করেছে কড়াইলের খেয়াঘাট।
পুরোনো ঠিকানায় ফিরে এসেছে পায়রা।
পুরোনো ঠিকানায় ফিরে এসেছে পায়রা।