মেলায় পাখির অবৈধ বিকিকিনি

রাজধানীর মণিপুর উচ্চবিদ্যালয় ও কলেজের মিরপুরের মূল বালক ও বালিকা ক্যাম্পাসে তিন দিনব্যাপী চলছে বিজ্ঞান মেলা, বইমেলা, পাখি মেলা, চারু ও কারুশিল্প প্রদর্শনী। প্রদর্শনীর বিভিন্ন স্টলে অবৈধভাবে বিক্রি হচ্ছে টিয়া, মুনিয়া, ঘুঘু, ময়নাসহ নানা প্রজাতির বন্য পাখি। ছবিগুলো আজ বৃহস্পতিবার মেলার শেষ দিন দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম

এক জোড়া টিয়া বিক্রির জন্য মূল্য সাঁটিয়ে রাখা হয়েছে।
এক জোড়া টিয়া বিক্রির জন্য মূল্য সাঁটিয়ে রাখা হয়েছে।
এই এক জোড়া দেশি ঘুঘু পাখি কেনা হয় ৫০০ টাকায়। ছবি: আবদুস সালাম
এই এক জোড়া দেশি ঘুঘু পাখি কেনা হয় ৫০০ টাকায়। ছবি: আবদুস সালাম
এই ময়নাটির দাম হাঁকা হয় ২৫ হাজার টাকা। ছবি: আবদুস সালাম
এই ময়নাটির দাম হাঁকা হয় ২৫ হাজার টাকা। ছবি: আবদুস সালাম
মেলায় মুনিয়া পাখির সংখ্যাই বেশি। এক জোড়ার দাম হাঁকা হচ্ছে পাঁচ শ টাকা। ছবি: আবদুস সালাম
মেলায় মুনিয়া পাখির সংখ্যাই বেশি। এক জোড়ার দাম হাঁকা হচ্ছে পাঁচ শ টাকা। ছবি: আবদুস সালাম
বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী এসব পাখি কেনাবেচা দণ্ডনীয় অপরাধ। কিন্তু এরপরও তা চলছে। ছবি: আবদুস সালাম
বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী এসব পাখি কেনাবেচা দণ্ডনীয় অপরাধ। কিন্তু এরপরও তা চলছে। ছবি: আবদুস সালাম
এক জোড়া লাল ঠোঁটের টিয়ার দাম চাওয়া হচ্ছে ১৫ হাজার টাকা। ছবি: আবদুস সালাম
এক জোড়া লাল ঠোঁটের টিয়ার দাম চাওয়া হচ্ছে ১৫ হাজার টাকা। ছবি: আবদুস সালাম