তুলির শেষ আঁচড়

ঈদের রেশ কাটতে না কাটতে আসছে শারদীয় উৎসব। ২৬ সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। বেশির ভাগ মন্দিরের প্রতিমা তৈরির কাজ শেষ। এখন প্রতিমাগুলো রং করার কাজে ব্যস্ত প্রতিমাশিল্পীরা। তুলির আঁচড়ে আঁচড়ে আরও সুন্দর করে তোলা হচ্ছে দুর্গা, গণেশ, কার্তিক, সরস্বতী, লক্ষ্মী ও মহিষাসুরের প্রতিমা। পুরান ঢাকার নর্থব্রুক হল রোডের শ্রীশ্রী কালীমন্দিরের প্রতিমাশিল্পীরা প্রতিবছর দেশের বিভিন্ন পূজামণ্ডপের জন্য প্রতিমা তৈরি করে থাকেন। ছবিগুলো আজ রোববার তোলা।

রঙের আঁচড়ে সাজানো জন্য প্রস্তুত লক্ষ্মীর প্রতিমা।
রঙের আঁচড়ে সাজানো জন্য প্রস্তুত লক্ষ্মীর প্রতিমা।
গণেশের চোখ আঁকছেন প্রতিমাশিল্পী।
গণেশের চোখ আঁকছেন প্রতিমাশিল্পী।
রং করা শেষে মহিষাসুর।
রং করা শেষে মহিষাসুর।
কার্তিকের বাহন ময়ূরও প্রস্তুত।
কার্তিকের বাহন ময়ূরও প্রস্তুত।
রং দিয়ে চোখ-মুখ এঁকে সুন্দর করে তোলা হচ্ছে সরস্বতীকে।
রং দিয়ে চোখ-মুখ এঁকে সুন্দর করে তোলা হচ্ছে সরস্বতীকে।
পূজামণ্ডপে যাওয়ার জন্য তৈরি সরস্বতী।
পূজামণ্ডপে যাওয়ার জন্য তৈরি সরস্বতী।
দুর্গার ত্রিনয়নে শিল্পী তুলির শেষ আঁচড়।
দুর্গার ত্রিনয়নে শিল্পী তুলির শেষ আঁচড়।