রোহিঙ্গা শিবিরের মানুষেরা

সেপ্টেম্বরের গোড়ার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের পুটিবুনিয়ায় প্রায় ৫০ একর জায়গায় রোহিঙ্গাদের জড়ো করে বিজিবি। এখানেই স্থাপন করা হয়েছে নতুন অস্থায়ী রোহিঙ্গা শিবির। বাঁশের খুঁটিতে পলিথিনের আচ্ছাদনে ঢাকা খুপড়ি তৈরি করে নিয়েছে রোহিঙ্গারা। সেখানে খাদ্য ও পানির সংকট তীব্র। একটু বৃষ্টি হলেই কাদাজলে সয়লাব হয়ে যায় পুরো এলাকা। এর মধ্যেই মানবেতর জীবনযাপন করছে মানুষগুলো। পুটিবুনিয়া রোহিঙ্গা শিবিরের ছবিগুলো সোমবার তোলা।

১ / ৬
টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের পুটিবুনিয়া অস্থায়ী রোহিঙ্গা শিবির।
টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের পুটিবুনিয়া অস্থায়ী রোহিঙ্গা শিবির।
২ / ৬
অস্থায়ী শিবিরে প্রতিদিনই মিয়ানমার থেকে আসছে রোহিঙ্গারা।
অস্থায়ী শিবিরে প্রতিদিনই মিয়ানমার থেকে আসছে রোহিঙ্গারা।
৩ / ৬
স্বাস্থ্যকেন্দ্র থেকে ওষুধ সংগ্রহ করে ছোট ভাইকে কাঁধে করে ফিরছে এক রোহিঙ্গা শিশু।
স্বাস্থ্যকেন্দ্র থেকে ওষুধ সংগ্রহ করে ছোট ভাইকে কাঁধে করে ফিরছে এক রোহিঙ্গা শিশু।
৪ / ৬
অসুস্থ সন্তানকে কোলে নিয়ে এক রোহিঙ্গা মায়ের কান্না।
অসুস্থ সন্তানকে কোলে নিয়ে এক রোহিঙ্গা মায়ের কান্না।
৫ / ৬
অস্থায়ী শিবিরে টয়লেট তৈরির কাজ করছেন শরণার্থীরা।
অস্থায়ী শিবিরে টয়লেট তৈরির কাজ করছেন শরণার্থীরা।
৬ / ৬
অস্থায়ী শিবিরে স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করে স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে।
অস্থায়ী শিবিরে স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করে স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে।