শেষ হলো ইজতেমা

আজ রোববার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো এ বছরের বিশ্ব ইজতেমা। বেলা পৌনে ১১টার দিকে ইজতেমার দ্বিতীয় পর্বের মোনাজাত শেষ হয়। মোনাজাতে অংশ নিতে টঙ্গীর ইজতেমা ময়দান ও আশপাশের এলাকায় মুসল্লিদের ঢল নামে। মোনাজাত শুরুর আগমুহূর্ত পর্যন্ত ইজতেমায় যোগ দিতে মুসল্লিদের টঙ্গীমুখী স্রোত অব্যাহত ছিল। মোনাজাত শেষে মুসল্লিরা নিজ নিজ বাড়ির দিকে রওনা হন।

পুরো স্টেশন রোডজুড়ে মানুষ আর মানুষ। আখেরি মোনাজাতে অংশ নিতেই এই ভিড়।
পুরো স্টেশন রোডজুড়ে মানুষ আর মানুষ। আখেরি মোনাজাতে অংশ নিতেই এই ভিড়।
টঙ্গী রেলস্টেশনে ভিড়ের ছবি তুলছেন একজন।
টঙ্গী রেলস্টেশনে ভিড়ের ছবি তুলছেন একজন।
মোনাজাতে মুসলিম উম্মাহর সুখ, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন মুসল্লিরা।
মোনাজাতে মুসলিম উম্মাহর সুখ, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন মুসল্লিরা।
আখেরি মোনাজাতে এক শিশু।
আখেরি মোনাজাতে এক শিশু।
যে যেখানে ছিল সেখান থেকেই অংশ নেয় মোনাজাতে।
যে যেখানে ছিল সেখান থেকেই অংশ নেয় মোনাজাতে।
মোনাজাতে অংশ নিয়েছেন কর্তব্যরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও।
মোনাজাতে অংশ নিয়েছেন কর্তব্যরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও।
মোনাজাত শেষে বাড়ি ফেরার তোড়জোড়। টঙ্গী রেলস্টেশনের চিত্র।
মোনাজাত শেষে বাড়ি ফেরার তোড়জোড়। টঙ্গী রেলস্টেশনের চিত্র।