লাঠির আঘাতে বৃদ্ধের মৃত্যু

নেত্রকোনায় প্রতিপক্ষের লাঠির আঘাতে আবদুল লতিফ (৮০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার পূর্বধলা উপজেলার নারায়ণডহর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ গতকালই এক নারীকে গ্রেপ্তার করেছে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণডহর গ্রামের আবদুল লতিফ ও প্রতিবেশী রহমত আলীর পরিবারের মধ্যে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। লতিফের বাড়ির সামনে দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের তারের ওপর রহমত আলীর সীমানার বাঁশঝাড়ের একটি বাঁশ গত রোববার বাতাসে হেলে পড়ে। দুর্ঘটনা এড়াতে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে আবদুল লতিফের ছেলে মোতালেব মিয়া ওই বাঁশটি কাটতে গেলে রহমত আলী এতে বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে রহমত আলীর ছেলে সাইদুল, সাইদুলের স্ত্রী সুজিনা আক্তারসহ কয়েকজন লাঠিসোঁটা নিয়ে মোতালেব ও তাঁর পরিবারের লোকজনের ওপর হামলা চালায়। এ সময় লাঠির আঘাতে মোতালেবের বাবা আবদুল লতিফ গুরুতর আহত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।