কেরানীগঞ্জের ট্রাকের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছে। গতকাল শুক্রবার রাত একটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. কাওসার আজ শনিবার সকালে প্রথম আলোকে জানান, গতকাল রাত একটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া বাসস্ট্যান্ড থেকে চার যাত্রী একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। তাঁরা রাজধানীর পোস্তাগোলায় যাচ্ছিলেন। অটোরিকশাটি বাসস্ট্যান্ড থেকে সড়কে উঠতেই মালবাহী একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী ফালান মিয়া (২৫), ও চালক চান মিয়া (৩২) নিহত হন। গুরুতর আহত আফজাল হোসেনকে (২৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে তিনি মারা যান। অটোরিকশার আরেক যাত্রী আহত অবস্থায় মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর নাম জানা যায়নি।

মো. কাওসার বলেন, অটোরিকশাকে ধাক্কা দেওয়া ট্রাকটিকে আটক করা গেছে। এর চালক ও সহকারী পলাতক। এ ঘটনায় কোনো মামলা এখনো হয়নি।