পাহাড়ে শান্তি বজায় রাখুন: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

পাহাড়ি-বাঙালিদের মধ্যে সৌহার্দ্য বজায় রাখার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘নিশ্চিত করুন যে পাহাড়ে শান্তি বজায় থাকবে...আমরা তা চাই। সবার জন্য একটি অনুকূল পরিবেশ বজায় রাখা আবশ্যক। এটা গুরুত্বপূর্ণ নয়—কে পাহাড়ি, কে বাঙালি।’

আজ রোববার গণভবনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন। ওই অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বরিশাল ও বান্দরবান জেলার সঙ্গে যুক্ত হন প্রধানমন্ত্রী। সে সময় তিনি এসব কথা বলেন।

প্রত্যেক মানুষের মৌলিক অধিকার আছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘পাহাড়ি ও বাঙালি সবাই মানুষ। প্রত্যেক মানুষের মৌলিক অধিকার আছে। মানুষের এই মৌলিক অধিকার পূরণ করতে হবে আমাদের।’

গত কয়েক দিন বেশ কিছু হত্যাকাণ্ডের ঘটনায় অশান্ত হয়ে ওঠে পার্বত্য অঞ্চল। গত শুক্রবার গুলিতে নিহত রাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান শক্তিমান চাকমার শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে সন্ত্রাসীদের হামলায় নিহত হন পাঁচজন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত তিনজন। শক্তিমান চাকমাকে গত বৃহস্পতিবার নানিয়ারচর উপজেলা পরিষদে নিজ কার্যালয়ে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। তিনি জনসংহতি সমিতির (এমএন লারমা) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ছিলেন।