এসএসসিতে পরীক্ষার খাতা ভালোভাবে দেখা হয়: শিক্ষামন্ত্রী

সচিবালয়ে সংবাদ সম্মেলনে কথা বলছেন শিক্ষামন্ত্রী। ছবি: প্রথম আলো
সচিবালয়ে সংবাদ সম্মেলনে কথা বলছেন শিক্ষামন্ত্রী। ছবি: প্রথম আলো

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার গতবারের চেয়ে দুই দশমিক ৫৮ শতাংশ কমে ৭৭ দশমিক ৭৭ শতাংশ হয়েছে। গতবারও আগের বছরের চেয়ে ফল খারাপ হয়েছিল। এর কারণ নিয়ে আলোচনা চলছে।

আজ রোববার ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বভাবতই শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কাছে এর কারণ জানতে চান সাংবাদিকেরা।

উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, সমমানে মূল্যায়নের প্রভাব এতে পড়তে পারে। পরীক্ষার মূল্যায়ন যাতে সঠিক হয় সে জন্য বাংলাদেশ পরীক্ষা উন্নয়ন ইউনিট গবেষণা করছে। এখন আগের চেয়ে উন্নতমানের মূল্যায়ন হয়। আগে হয়তো শিক্ষকেরা ঠিকমতো মনোযোগ দিয়ে উত্তরপত্র দেখতেন না। এখন সেই সুযোগ কম। এখন পুন: মূল্যায়নে নানা পদ্ধতি রাখা হয়েছে। সব শিক্ষক যেন সমমানে মূল্যায়ন করেন সে জন্য আগে থেকেই দিক নির্দেশনা ঠিক করে পরীক্ষকদের দেওয়া হয়। এর ফলে সারা দেশে সমতা এসেছে। পরীক্ষার খাতাও ভালোভাবে দেখা হয়। তার প্রভাব ফলাফলে পড়তে পারে। তবে তিনি এও বলেন, এটাই একমাত্র কারণ নয়।

আরও পড়ুন ... 
এসএসসি ও সমমানে ১০ বোর্ডে পাসের হার ৭৭.৭৭ শতাংশ
এসএসসি-সমমানে পাসের হারে এগিয়ে ছাত্রীরা, জিপিএ-৫-এ ছাত্ররা
মতিঝিল আইডিয়াল থেকে জিপিএ-৫ পেয়েছে ১,৫৬৬ জন
এসএসসিতে গতবারের ফলকে ছাপিয়ে গেল কুমিল্লা বোর্ড
এসএসসি পরীক্ষায় দেশসেরা রাজশাহী তবে পাস কম
এসএসসি পরীক্ষায় আট বোর্ডে সেরা রাজশাহী, পিছিয়ে সিলেট
এসএসসির ফল যেভাবে পাওয়া যাবে