বিএনপির আন্দোলনের ধরনে পরিবর্তন হতে পারে, বললেন নজরুল ইসলাম খান

নজরুল ইসলাম খান। প্রথম আলো ফাইল ছবি
নজরুল ইসলাম খান। প্রথম আলো ফাইল ছবি

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, জনগণের স্বার্থে প্রয়োজনে বিএনপির আন্দোলনের ধরনে পরিবর্তন হতে পারে।

আজ রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘অ্যাকটিভ সিটিজেন অব বাংলাদেশ’ আয়োজিত এক সভায় নজরুল ইসলাম খান এ মন্তব্য করেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও তাঁর বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ সব রাজবন্দীর নিঃশর্ত মুক্তির দাবিতে সভাটি অনুষ্ঠিত হয়।

নজরুল ইসলাম খান বলেন, খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছে। বিএনপির মতো একটি রাজনৈতিক দল শুধু আন্দোলনের এই ধরনটাই জানে বা বোঝে, আর কোনো ধরন জানে না—সেটা ঠিক না। প্রয়োজনে জনগণের স্বার্থে আন্দোলনের ধরনেও পরিবর্তন হতে পারে। কিন্তু সেই পরিবর্তন হবে প্রয়োজনের তাগিদে। সেই পরিবর্তন হবে খালেদা জিয়া, তারেক রহমান ও দলের নেতৃত্বের সিদ্ধান্ত অনুযায়ী। এ সময় তিনি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ৮ মে সঠিক সিদ্ধান্ত পাবেন বলে আশা প্রকাশ করেন।

নজরুল ইসলাম খান বলেন, বিএনপি নির্বাচনে গেলে আওয়ামী লীগের জেতার সম্ভাবনা নেই। আওয়ামী লীগ জানে, খালেদা জিয়াকে ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না। তাই খালেদা জিয়াকে বেআইনিভাবে আটকে রাখতে চায়। তিনি আরও বলেন, ‘ইতিমধ্যে অন্যান্য মামলায় খালেদা জিয়াকে আটকে রাখার অপচেষ্টা চলছে। তবুও আমরা আশা করব, সুপ্রিম কোর্ট ইচ্ছে করলে সে বিষয়েও কোনো নির্দেশনা দিতে পারেন।’ আইনি প্রক্রিয়ায় না হলে এরপরে কী করা যাবে, সেটি দল সিদ্ধান্ত নেবে বলে তিনি জানান।