বেনাপোলে হুন্ডির আট লাখ টাকা জব্দ

যশোরের বেনাপোলে ভারত থেকে আসা হুন্ডির বাংলাদেশি আট লাখ টাকা জব্দ করেছে বিজিবি। এ সময় হামজার আলী (৩৫) নামের এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করা হয়।

আজ সোমবার সকালে বেনাপোল বন্দর থানার ছোট আঁচড়া এলাকা থেকে ওই টাকা জব্দ করা হয়।

আটক হামজার আলী বেনাপোল বন্দর থানার খলশি গ্রামের দুঃখী উদ্দিনের ছেলে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল সাড়ে আটটার দিকে বেনাপোল ছোট আঁচড়া এলাকা থেকে হামজার আলীকে আটক করা হয়। তিনি তখন মোটরসাইকেলে ছিলেন। হামজারকে তল্লাশি করে তাঁর কাছে আট লাখ টাকা পাওয়া যায়। ওই টাকা হুন্ডির। ভারত থেকে বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে এ টাকা বাংলাদেশে আনা হয়।

বিজিবি বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব বলেন, এ ব্যাপারে বেনাপোল বন্দর থানায় একটি মামলা হয়েছে। আটক হামজার আলীকে থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধার করা টাকা থানায় জমা দেওয়া হয়েছে।