ঢাকায় পৃথক ঘটনায় ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ২

অলংকরণ : মাসুক হেলাল
অলংকরণ : মাসুক হেলাল

রাজধানী ঢাকায় পৃথক ঘটনায় ট্রেনে কাটা পড়ে শিশুসহ দুজন নিহত হয়েছে। গতকাল রোববার রাতে রাজধানীর ক্যান্টনমেন্ট ও কুড়িল বিশ্বরোড এলাকায় এ দুর্ঘটনা দুটি ঘটে।

আজ সোমবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে রেলওয়ে পুলিশ।

রেলওয়ে সূত্র জানায়, গতকাল রাতে ঢাকার ক্যান্টনমেন্ট ও কুড়িল বিশ্বরোড এলাকায় আলাদা ঘটনায় ট্রেনে কাটা পড়ে এক শিশুসহ দুজনের মৃত্যুর ঘটনা ঘটে। তাদের পরিচয় পাওয়া যায়নি। শিশুর বয়স আনুমানিক ১৩ বছর। অপরজনের বয়স আনুমানিক ৫০ বছর।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, গতকাল রাতে কুড়িল বিশ্বরোড রেললাইনে খুলনাগামী একটি ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে মাথায় আঘাত পেয়ে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়। অন্যদিকে, ক্যান্টনমেন্ট রেলস্টেশনের পাশের রেললাইনে সিলেটগামী সুরমা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু হয়।