সিরাজগঞ্জের কাজীপুরে বজ্রপাতে ১০ মহিষের মৃত্যু

সিরাজগঞ্জের কাজীপুরের ঘোড়াচড়া চর এলাকায় বজ্রপাতে মারা যায় ১০ মহিষ।
সিরাজগঞ্জের কাজীপুরের ঘোড়াচড়া চর এলাকায় বজ্রপাতে মারা যায় ১০ মহিষ।

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় বজ্রপাতে ১০ মহিষের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন মহিষের বাথান দেখাশোনার দায়িত্বে থাকা দুই রাখাল। আজ সোমবার ভোরে উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়নের ঘোড়াগাছা চরে এ ঘটনা ঘটে।

আহত দুই রাখাল হলেন নিবারণ ঘোষ ও নিমাই ঘোষ। দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মান্নান বলেন, যমুনার নাটুয়ারপাড়া চরে চার শ মহিষের একটি বাথান দেখাশোনা করছিলেন দুই রাখাল। ভোরে বৃষ্টির সঙ্গে বেশ কয়েকটি বজ্রপাত হলে বাথানের ১০টি মহিষ ঘটনাস্থলেই মারা যায়। এ সময় মহিষের রাখাল নিবারণ ঘোষ ও নিমাই ঘোষ গুরুতর আহত হন।

মারা যাওয়া ১০টি মহিষের আনুমানিক মূল্য ১০ লাখ টাকা বলেও জানান মহিষ বাথানের মালিক দুলাল ঘোষ।