গাজীপুরে নির্বাচন স্থগিতে প্রচণ্ড হতাশ হয়েছি, বললেন হাছান মাহমুদ

হাছান মাহমুদ। ফাইল ছবি
হাছান মাহমুদ। ফাইল ছবি

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জয়লাভ করত বলে দাবি করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেন, ‘এই নির্বাচনে জয়লাভের ব্যাপারে শতভাগ আশাবাদী ছিলাম। স্থগিত হওয়ায় আমরা প্রচণ্ড হতাশ হয়েছি। বিএনপি নেতাদের কথাবার্তায় মনে হচ্ছে তাঁরা ভোটের আগেই জিতে গেছেন।’

আজ সোমবার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন হাছান মাহমুদ।
আওয়ামী লীগের অন্যতম মুখপাত্র হাছান মাহমুদ বলেন, স্থানীয় সরকার নির্বাচনে শতকরা ৮০ শতাংশ পদে আওয়ামী লীগের প্রার্থীরা জয়লাভ করেছেন। আর বিএনপি জিতেছে ১০ থেকে ১৫ শতাংশ। এরপরও তাঁদের এত লাফালাফি কেন তা বোধগম্য নয়।

শুধু গাজীপুর নির্বাচন নয়, জাতীয় নির্বাচনও স্থগিত হতে পারে—ড. কামাল হোসেনের সাম্প্রতিক এমন বক্তব্যের সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, আসলে তাঁরা চায় জাতীয় নির্বাচনও যাতে না হয়। এখন তাঁদের কোনো রাজনীতি নেই। এ বক্তব্যের মাধ্যমে তাঁদের ষড়যন্ত্র বেরিয়ে এসেছে। এক-এগারোর সরকারের কুশীলব ছিলেন তাঁরা।
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ নাথ প্রমুখ।