রবীন্দ্রনাথের বিজ্ঞানভাবনাকে জানার তাগিদ

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে ‘আমারই চেতনার রঙে’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য দেন একুশে পদকপ্রাপ্ত বিজ্ঞান লেখক সুব্রত বড়ুয়া। বাতিঘর পুস্তকবিতান, বাংলামোটর, ঢাকা, ৮ মে। ছবি: প্রথম আলো
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে ‘আমারই চেতনার রঙে’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য দেন একুশে পদকপ্রাপ্ত বিজ্ঞান লেখক সুব্রত বড়ুয়া। বাতিঘর পুস্তকবিতান, বাংলামোটর, ঢাকা, ৮ মে। ছবি: প্রথম আলো


জীবনের বিকাশের জন্যই এর সঙ্গে বিজ্ঞানকে ওতপ্রোতভাবে জড়িয়ে ফেলতে হবে। কারণ, বিজ্ঞান ছাড়া জীবন সম্পূর্ণ হয় না। রবীন্দ্রনাথের বিজ্ঞানভাবনা থেকে এমনটাই আমাদের শেখা প্রয়োজন বলে মনে করেন খুদে শিক্ষার্থী ও বিশিষ্টজনেরা।

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি আয়োজিত ‘আমারই চেতনার রঙে’ শীর্ষক এক আয়োজনে এ কথাগুলো উঠে এসেছে।

গতকাল মঙ্গলবার রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে বাতিঘর পুস্তকবিতানে এক ঘরোয়া আলোচনায় রবীন্দ্রনাথের বিজ্ঞানভাবনা নিয়ে নিবন্ধ উপস্থাপন করে উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থী দেবাশীষ বিশ্বাস। জানা যায়, রবীন্দ্রনাথ ১২ বছর বয়সে ‘গ্রহগণ জীবের আবাস’ নামে বিজ্ঞানবিষয়ক নিবন্ধ প্রকাশ করেন। আর মৃত্যুর চার বছর আগে প্রকাশ করেন ‘বিশ্বপরিচয়’।

কল্পরেখার খুদে শিক্ষার্থীরা গান পরিবেশন করছে। বাতিঘর পুস্তকবিতান, বাংলামোটর, ঢাকা, ৮ মে। ছবি: প্রথম আলো
কল্পরেখার খুদে শিক্ষার্থীরা গান পরিবেশন করছে। বাতিঘর পুস্তকবিতান, বাংলামোটর, ঢাকা, ৮ মে। ছবি: প্রথম আলো


গতকালের আলোচনায় অংশ নেন একুশে পদকপ্রাপ্ত বিজ্ঞান লেখক সুব্রত বড়ুয়া ও বুয়েটের অধ্যাপক ফারসীম মান্নান মোহাম্মদী। রবীন্দ্রনাথের বিজ্ঞানভাবনার আলোচনায় স্থান নিয়ে নেয় তাঁর পাঠ্যসূচির কথা, যেখানে ছিল ‘সায়েন্টিফিক আমেরিকা’র মতো বিজ্ঞান পত্রপত্রিকাসহ নানাবিধ বিজ্ঞানের বই। বক্তারা বলেন, যে কারণে রবীন্দ্রনাথ বাংলায় বিজ্ঞানকে ছড়িয়ে দিতে চেয়েছেন, সেই কারণগুলো এখনো বর্তমান। তাই এ যুগে রবীন্দ্রনাথের বিজ্ঞানভাবনাকে জানার পাশাপাশি বিজ্ঞানকে জনপ্রিয় করার কাজটিও সবাইকে করতে হবে।

নিবন্ধ পাঠ ও আলোচনার ফাঁকে ফাঁকে রবীন্দ্র সংগীত গেয়ে শোনান দ্বীপান্বিতা বড়ুয়া ও ফাবিহা তাসনীম। এ ছাড়া রবীন্দ্রনাথের কথা, গান ও নাটিকা নিয়ে উপস্থাপনা করেন কল্পরেখার ১৫ জন খুদে শিক্ষার্থী। অনুষ্ঠান শেষে তাদের রবীন্দ্রনাথের বই উপহার দেওয়া হয়।

আয়োজকেরা ১৬ মে আন্তর্জাতিক আলোকবর্ষ উপলক্ষে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে দিনভরের আয়োজন ‘আলোয় ভুবন ভরা’তে অংশ নেওয়ার জন্য সবাইকে আমন্ত্রণ জানান।