দুই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত, কলেজছাত্রের এক মাসের কারাদণ্ড

আদালত
আদালত

মাদারীপুরের রাজৈর উপজেলায় দুই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় কলেজছাত্রকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার সকালে উপজেলার আমগ্রাম উচ্চবিদ্যালয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোশারেফ হোসেন এ আদেশ দেন।

দণ্ডিত ছাত্রের নাম জাকির হোসেন (২৫)। তিনি ঢাকার তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শ্রেণির ছাত্র ও স্থানীয় তেলিকান্দি গ্রামের বাসিন্দা।

ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই ছাত্র দীর্ঘদিন ধরে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার পাশাপাশি বিদ্যালয়ে ঢুকে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিতেন। আজ সকালে জাকির বিদ্যালয়ে ঢুকে সপ্তম শ্রেণির ওই ছাত্রীসহ অষ্টম শ্রেণির আরেক ছাত্রীকে উত্ত্যক্ত করেন। এ সময় বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করে। পরে মোশারেফ হোসেন পুলিশসহ ওই বিদ্যালয়ে উপস্থিত হন এবং জাকিরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও রাজৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোশারেফ হোসেন বলেন, ‘আমরা অভিযোগের সত্যতা পেয়েছি। ভ্রাম্যমাণ আদালতের বিধি অনুসারে কলেজছাত্রকে এক মাসের সাজা দেওয়া হয়েছে।’

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ বলেন, ‘দণ্ডিত জাকির হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে।’