কিশোরগঞ্জে হত্যার দায়ে ১৭ জনের দণ্ড, ১১ জনেরই যাবজ্জীবন

আইন ও বিচার
আইন ও বিচার

কিশোরগঞ্জে চাঞ্চল্যকর ইমাম হত্যা মামলায় ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেকের ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়েছে। একই মামলায় অন্য ছয় আসামিকে ছয় বছর করে কারাদণ্ড ও প্রত্যেককে ৪০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে কিশোরগঞ্জের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ আবু তাহের এ রায় দেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন আল্লাদ শাহ, মোকলেছুর রহমান শাহ, আতাউর রহমান শাহ, শামসুদ্দিন শাহ, শফির উদ্দিন শাহ, রঞ্জন শাহ, অহিদ শাহ, চন্দন শাহ, আসলাম মিয়া, মন্টু মিয়া ও জামাল শাহ। ছয় বছর কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো সবুজ ভূঞা, কাঞ্চন শাহ, রফিক ভূঞা, জালাল উদ্দিন শাহ, লিটন মিয়া ও ফজলু শাহ। এঁদের সবার বাড়ি কটিয়াদী উপজেলার সুতীনকলা গ্রামে। রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০০ সালের ২৪ মার্চ জেলার কটিয়াদি উপজেলার ধুলদিয়া গ্রামে ধান কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মারা যান স্থানীয় মসজিদের ইমাম মেরাজ উদ্দিন ওরফে আবু জাহের। এ ঘটনায় নিহত ব্যক্তির বড় ভাই ৩১ জনকে আসামি করে মামলা করেন।