ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কিলোমিটার পর্যন্ত যানজট

মিরসরাইয়ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকে আছে ঢাকাগামী গাড়ি। মিরসরাই পৌরবাজার, চট্টগ্রাম, ১০ মে। ছবি: ইকবাল হোসেন
মিরসরাইয়ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকে আছে ঢাকাগামী গাড়ি। মিরসরাই পৌরবাজার, চট্টগ্রাম, ১০ মে। ছবি: ইকবাল হোসেন

তীব্র যানজটে অচল হয়ে পড়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। গতকাল বুধবার রাত ১২টা থেকে ফেনীর মহাসড়ক রেলগেট থেকে মিরসরাইয়ের বড় দারোগার হাট পর্যন্ত ৩৫ কিলোমিটার এলাকায় এ যানজট সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল নয়টা পর্যন্ত এ যানজট ছাড়েনি। 

মিরসরাইয়ের এ পথে চট্টগ্রামমুখী গাড়ি ধীরলয়ে চললেও ঢাকামুখী কোনো গাড়িই নড়ছে না। এতে সড়কে দূরপাল্লার যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকসহ কয়েক শ গাড়ি আটকা পড়ে আছে।

ঢাকামুখী একটি লরির চালক মো. সফিউল আলম বলেন, ‘যানজট কখন থেকে শুরু হয়েছে, তা বলতে পারব না। আমি মিরসরাই সদরে ভোররাত চারটা থেকে সকাল নয়টা পর্যন্ত আছি। গাড়ি এক চুলও নড়েনি।’

চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার উদ্দেশে রাত সাড়ে ১১টায় যাত্রীবাহী একটি বাসে ওঠেন হাসিনা আক্তার। তিনি বলেন, ‘রাত তিনটা থেকে মিরসরাই এলাকায় আটকা পড়ে আছি। আশপাশে কোনো টয়লেট নেই, খাবারের দোকান নেই। ভীষণ কষ্ট হচ্ছে।’

দীর্ঘ যানজটের কারণ সম্পর্কে জানতে চাইলে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) একরামুল ইসলাম প্রথম আলোকে বলেন, ১২ দিন ধরে ফেনীর রেলগেট এলাকায় মধ্যরাত হলেই রাস্তায় যানজট শুরু হচ্ছে। সেখানে রাস্তায় উন্নয়নকাজ চলায় রাস্তা একমুখী করা হয়েছে। রাতে মালবাহী ট্রাকের চাপ পড়লেই এই যানজট তীব্র হয়।

একরামুল ইসলাম বলেন, ‘আমরা সার্বক্ষণিক রাস্তায় আছি। চট্টগ্রামমুখী পথে কিছু গাড়ি চললেও ঢাকামুখী পথ পুরোপুরি বন্ধ হয়ে আছে।’