কালবৈশাখীর সময় ছাদ থেকে ইট পড়ে বাড়ির মালিকের মৃত্যু

প্রতিকী ছবি
প্রতিকী ছবি

ঢাকার ডেমরায় কালবৈশাখীর সময় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে ইট মাথার ওপর পড়ে বাড়ির মালিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ডেমরার বড়ভাঙ্গা আইডিয়াল রোডে এ ঘটনা ঘটে। মৃত ওই বাড়ির মালিকের নাম জিয়ারুল হক (৬৫)।

জিয়ারুল হকের ছেলে মামুন প্রথম আলোকে বলেন, দুপুরে ঝড়ের সময় নির্মাণাধীন তিনতলা ভবনের নিচে তাঁর বাবা শ্রমিকদের কাজ তদারকি করছিলেন। আকস্মিকভাবে ছাদ থেকে কয়েকটি ইট তাঁর ওপর পড়লে তিনি গুরুতর আহত হন। তাঁকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় অপর এক ব্যক্তি আহত হয়েছেন।

জিয়ারুল হক নরসিংদীর শিবপুর উপজেলার মুন্সীপের চর গ্রামের চান্দোআলী গাজীর ছেলে। তিনি সমাজসেবা অধিদপ্তরের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। তাঁর স্ত্রীর নাম জায়েদা বেগম।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য জিয়ারুল হকের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।