জীবন বিমা নিয়ে প্রতারণা রোধে গণশুনানি

জাতীয় সংসদ ভবন
জাতীয় সংসদ ভবন

গ্রাহকদের সঙ্গে জীবন বিমা কোম্পানিগুলোর প্রতারণা রোধ করতে গণশুনানির আয়োজন করবে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। কমিটির কাছে অভিযোগ আছে, কোম্পানিগুলো অনেক গ্রাহকের পলিসির মেয়াদ শেষ হওয়ার পরও বিমার টাকা পরিশোধ করছে না। এ অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে গণশুনানি অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়।

শুনানিতে বিমা কোম্পানিগুলো গ্রাহকদের মেয়াদ পূর্ণ হওয়া বিমার দাবি সঠিকভাবে পরিশোধ করেছে কি না, তা যাচাই করা হবে। সে জন্য বিমা প্রতিষ্ঠান ও ভুক্তভোগী গ্রাহকদের শুনানিতে ডাকা হবে।

জানতে চাইলে কমিটির সদস্য আখতার জাহান প্রথম আলোকে বলেন, মেয়াদ শেষ হওয়ার পরও অনেকে টাকা পাচ্ছেন না। উল্টো হয়রানির শিকার হন। এ জন্য কমিটি গণশুনানি অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে।

বেশ কয়েকজন গ্রাহকের অভিযোগের ওপর ভিত্তি করে হোমল্যান্ড ইনস্যুরেন্সের চেয়ারম্যান মোহাম্মদ জুলহাসকে বৃহস্পতিবারের বৈঠকে ডাকা হয়। আলোচনা শেষে হোমল্যান্ডকে তিন কার্যদিবসের মধ্যে বিমার টাকা পরিশোধ করতে বলা হয়েছে।

এ বিষয়ে আখতার জাহান বলেন, ভবিষ্যতে যেসব ইনস্যুরেন্স কোম্পানির বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে, তাদেরই সবাইকে বৈঠকে তলব করা হবে।

বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়, দেশে বর্তমানে জীবন বিমা সম্পর্কিত ৩২টি প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ১৪টি প্রতিষ্ঠান নতুন এবং এদের পলিসির মেয়াদ এখনো পূর্ণ হয়নি। বাকি ১৮টি প্রতিষ্ঠানের বিমার টাকা পরিশোধের হার ৮৯ দশমিক ৭৭ শতাংশ। পলিসির টাকা শতভাগ পরিশোধ করেছে পপুলার লাইফ ইনস্যুরেন্স ও রূপালী লাইফ। সবচেয়ে কম ৫৯ দশমিক ১৮ শতাংশ দাবি পরিশোধ করেছে পদ্মা লাইফ ইনস্যুরেন্স।

অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স ৭৪ দশমিক ৬৩ শতাংশ, গোল্ডেন লাইফ ৭৪ দশমিক ৬৩, হোমল্যান্ড লাইফ ৯৭ দশমিক ৮৫, জীবন বীমা করপোরেশন ৬৮ দশমিক ৪২, মেঘনা লাইফ ৯৭ দশমিক ১০, মেটলাইফ ৯৩ দশমিক ১১, ন্যাশনাল লাইফ ৯৭ দশমিক ৪৪, প্রাইম ইসলামী লাইফ ৭৬ দশমিক ৮৫, প্রগ্রেসিভ লাইফ ৮৭ দশমিক ০৫, সন্ধানী লাইফ ৮৬ দশমিক ৬৭, সানফ্লাওয়ার লাইফ ৮১ দশমিক ১৬, সানলাইফ ৮৬ দশমিক ৮৫, ডেল্টা লাইফ ৯৯ দশমিক ৬০, প্রগতি লাইফ ৯৯ দশমিক ৭৯ এবং বায়রা লাইফ ৮৩ দশমিক ৭৫ শতাংশ দাবির টাকা পরিশোধ করেছে।

কমিটি সভাপতি আবদুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটি সদস্য নাজমুল হাসান, মোস্তাফিজুর রহমান, আবদুল ওয়াদুদ, ফরহাদ হোসেন ও আখতার জাহান অংশ নেন।