জেলখানার বিশ্রাম খালেদা জিয়াকে ফিট করেছে: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। নালিতাবাড়ী, শেরপুর, ১০ মে। ছবি: আবদুল মান্নান সোহেল
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। নালিতাবাড়ী, শেরপুর, ১০ মে। ছবি: আবদুল মান্নান সোহেল

জেলখানার বিশ্রাম বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ফিট করেছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। বৃহস্পতিবার শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

কৃষিমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, ‘খালেদা জিয়া বললেন উনি খুব অসুস্থ। আমিও মনে করি অসুস্থ। কিন্তু আপনার জেলাখানায় বিশ্রামের দরকার। আপনি যখন বঙ্গবন্ধু মেডিকেলে আসলেন, আপনার জন্য হুইলচেয়ারের ব্যবস্থা করা হয়েছিল। আপনি কোটে যান, দুজন ধরে নামায়। কিন্তু সেদিন দেখলাম কি চমৎকার, কারও সাহায্য ছাড়া হেঁটে যাচ্ছেন। জেলখানার বিশ্রাম আপনাকে ফিট করেছে।’

সকালে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদের মুক্তমঞ্চে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বেঞ্চ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী। তিনি বলেন, ‘খালেদা জিয়াকে শাস্তি আমরা দেই নাই। শাস্তি দিয়েছেন কোট। তিনি বের হলে কোটের মাধ্যমে বের হতে হবে।’

এ সময় মন্ত্রী সরকারি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, সরকার দেড় গুণ বেতন বৃদ্ধি করছে, কাজেই কাজটাও তো আমরা দেড় গুণ বেশি চাইব। পাবলিকের ট্যাক্সের পয়সায় আপনাদের বেতন হয়। পাবলিক টেক্স দেবে। কিন্তু তারা দেড় গুণ সার্ভিস পাবে না, এটা তো হতে পারে না।’

বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ প্রসঙ্গে মতিয়া চৌধুরী বলেন, ‘আজ বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে। জানি না সেই পোস্টার আপনারা দেখেছেন কি না। পোস্টার দেখে আমি চোখের জল ধরে রাখতে পারি নাই। পোস্টার দেখে মনে হচ্ছে বঙ্গবন্ধু আকাশ থেকে বাংলাদেশের অগ্রযাত্রা দেখছেন। পোস্টারটি খুবই অর্থবহ। এই অগ্রযাত্রা আমাদের আরও আগে পাওয়ার কথা ছিল। যদি বঙ্গবন্ধু বেঁচে থাকতেন।’ এ সময় তিনি বলেন, ‘১৯৯১ সালে বিএনপি যখন ক্ষমতায় ছিল। তখন অপটিক্যাল ফাইবার বাংলাদেশের মধ্য দিয়ে যাওয়ার প্রস্তাব আনা হলো। খালেদা জিয়া রাষ্ট্রীয় নিরাপত্তার কারণ দেখিয়ে তা বাতিল করে দিলেন।’

অনুষ্ঠানে জেলা প্রশাসক মল্লিক আনোয়ার হোসেন, পুলিশ সুপার রফিকুল হাসান গনি, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম মুকলেছুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরফদার সোহেল রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।