ধানমন্ডিতে গাছের চাপায় প্রকৌশলীর মৃত্যু
রাজধানীর ধানমন্ডিতে গাছের চাপায় এক প্রকৌশলীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল নয়টার দিকে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ব্যক্তির নাম মোস্তাফিজুর রহমান (৫৪)।
তাজমুল হোসেন নামে এক প্রত্যক্ষদর্শী প্রথম আলোকে বলেন, সকালে ধানমন্ডি লেকের পাশের একটি কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়িয়ে ছিলেন মোস্তাফিজুর। তখন ধানমন্ডি লেক এলাকায় কৃষ্ণচূড়া উৎসব হচ্ছিল। সকাল নয়টার দিকে কৃষ্ণচূড়া গাছটি পড়ে যায়। এতে মোস্তাফিজুর গাছের নিচে চাপা পড়েন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা কামরুল হাসান প্রথম আলোকে বলেন, মোহাম্মদপুর ফায়ার স্টেশনের কর্মীরা উদ্ধারকাজ চালান। তাঁরা কৃষ্ণচূড়া গাছের নিচ থেকে এক ব্যক্তিকে মৃত অবস্থায় উদ্ধার করেন। পরে লাশটি ধানমন্ডি থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) আকবর আলী প্রথম আলোকে বলেন, মোস্তাফিজুর সম্ভবত ধানমন্ডি লেক এলাকায় ব্যায়াম করতে বেরিয়ে ছিলেন। এ সময় গাছ পড়ে প্রাণ হারান তিনি। তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।