মাদারীপুরে স্ত্রীকে বিক্রি করার চেষ্টা, স্বামী আটক

স্ত্রীকে ভারতে বিক্রির চেষ্টায় অভিযুক্ত নিখিল ব্যাপারী। র‍্যাব-৮ মাদারীপুর ক্যাম্প, ১১ মে। ছবি: অজয় কুন্ডু
স্ত্রীকে ভারতে বিক্রির চেষ্টায় অভিযুক্ত নিখিল ব্যাপারী। র‍্যাব-৮ মাদারীপুর ক্যাম্প, ১১ মে। ছবি: অজয় কুন্ডু

স্ত্রীকে পতিতালয়ে বিক্রির চেষ্টার অভিযোগে মাদারীপুরে এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি স্ত্রীকে এর আগেও ভারতের বিহার রাজ্যের একটি পতিতালয়ে বিক্রি করে দিয়েছিলেন। এবারও তিনি তা-ই করতে যাচ্ছিলেন।

অভিযুক্ত ব্যক্তির নাম নিখিল ব্যাপারী (৩৩)। শুক্রবার সকালে তাঁকে মাদারীপুরের কালকিনি উপজেলার একটি বাসস্ট্যান্ড থেকে আটক করা হয়ে। তাঁর আটকের বিষয়টি নিয়ে শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলন করে র‍্যাব-৮।

র‍্যাব-৮-এর মাদারীপুর ক্যাম্পে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে জানানো হয়, আট বছর আগে বরিশালের গৌরনদী উপজেলার নিখিল ব্যাপারীর সঙ্গে কালকিনির ওই তরুণীর (২৩) বিয়ে হয়। এক বছর আগে ভারতে বসবাস করার কথা বলে নিখিল কৌশলে স্ত্রীকে ভারতের বিহারের পতিতালয়ে ৮০ হাজার রুপিতে স্থানীয় দালালের কাছে বিক্রি করে দেন। পরে জোরপূর্বক ওই তরুণীর অশ্লীল ভিডিও ধারণ করা হয়। ছয় মাস আগে ওই তরুণী বিহার থেকে পালিয়ে বাংলাদেশে তাঁর স্বামীর বাড়িতে চলে আসেন। এরপর নিখিল বিভিন্ন প্রলোভন ও ধারণ করে রাখা অশ্লীল ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে পুনরায় স্ত্রীকে ভারতে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে তরুণী বুঝতে পেরে বিষয়টি গোপনে র‍্যাবকে জানান।’

অভিযোগকারী ওই তরুণী বলেন, ‘আমার স্বামী নেশাগ্রস্ত। এক বছর আগে ভারতে বসবাসের কথা বলে আমাকে তিনি পতিতাতলয়ে বিক্রি করে দেন। আমি সেখান থেকে পালিয়ে স্বামীর ঘরে আসি। পরে স্বামী ভুল স্বীকার করে আমার কাছে ক্ষমা চায়। কিন্তু বছর না ঘুরতেই তিনি আবার আমাকে একইভাবে বিক্রি করার চেষ্টা করেন।’

র‍্যাব-৮ মাদারীপুরের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. তাজুল ইসলাম বলেন, ‘আমরা এক নারী পাচারকারীকে আটক করেছি। আটক আসামি তাঁর স্ত্রী ও এক বাচ্চাকে ভারতে নিয়ে বিক্রি করতে চেয়েছিলেন। এ সংশ্লিষ্ট বিষয়ে আমরা একটি অডিও রেকর্ডও পেয়েছি। জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি তাঁর অপরাধ স্বীকার করেছেন। এ ব্যাপারে কালকিনি থানায় মামলা প্রক্রিয়াধীন।’