খালেদা জিয়ার আত্মজীবনী লেখা হচ্ছে: মির্জা ফখরুল

খালেদা জিয়া । ফাইল ছবি
খালেদা জিয়া । ফাইল ছবি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মজীবনী লেখা হচ্ছে। শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানিয়ে বলেন, ‘বিশ্বাস করি, সেই আত্মজীবনীতে আমরা এমন কিছু পাব, যা অনেকেই জানি না।’

খালেদা জিয়া বিএনপির নেতৃত্ব গ্রহণের ৩৪ বছর পূর্তি উপলক্ষে ন্যাশনালিস্ট রিসার্চ সেন্টার নামে একটি সংগঠন ওই আলোচনা সভার আয়োজন করে।

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে একদল সেনা কর্মকর্তার হাতে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হলে খালেদা জিয়া রাজনীতিতে আসেন। ১৯৮৩ সালে তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৮৪ সালে ১০ মে দলের চেয়ারপারসন হন। সেই থেকে তিনি এ পদে আছেন।