নিখোঁজের ২ দিন পর বেসরকারি সংস্থার কর্মীর লাশ মিলল বালু নদে

প্রতিকী ছবি
প্রতিকী ছবি

নিখোঁজের দুদিন পর বেসরকারি সংস্থার (এনজিও) এক কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে লাশটি খিলগাঁও এলাকার বালু নদ থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়।

নিহত ওই ব্যক্তির নাম মো. বিল্লাল হোসেন (৩২)। তিনি বগুড়ার গাবতলী এলাকার বাসিন্দা মো. দুলাল প্রামাণিকের ছেলে। এক বছর থেকে বিল্লাল খিলগাঁও এলাকার আশায় কর্মরত ছিলেন।

খিলগাঁও থানার উপরিদর্শক (এসআই) আবদুর রহিম প্রথম আলোকে বলেন, গত শনিবার টাকা কালেকশনে বের হয়ে তিনি আর বাসায় ফেরেননি। আজ সকালে খিলগাঁও বালু নদে স্থানীয় লোকজন একটি লাশ দেখে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে বিল্লালের লাশ উদ্ধার করে বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত বিল্লাল হোসেনের হাত, পা ও কোমরে ইট বাঁধা ছিল। পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

আশার খিলগাঁও-১ শাখার ব্যবস্থাপক আফজাল হোসেন প্রথম আলোকে বলেন, গত শনিবার তিনি অফিস থেকে ঋণের টাকা কালেকশনে বের হয়ে আর বাসায় ফেরেননি। পরের দিন খিলগাঁও থানায় জিডি করা হয়েছে। নিখোঁজের দিন তাঁর কাছে ১ লাখ ২৫ হাজার টাকা ছিল।