'বিএনপি মাজা ভাঙা দল'

মোহাম্মদ নাসিম। ফাইল ছবি
মোহাম্মদ নাসিম। ফাইল ছবি

‘বিএনপি একটি মাজা ভাঙা দল। তাদের নেত্রী তিন মাস ধরে জেলে আছেন, অথচ নেতা-কর্মীদের আন্দোলন করার ক্ষমতা নেই। কিন্তু আমরা আন্দোলন করেছি, মার খেয়েছি, তবে মাঠ ছাড়িনি।’

সোমবার বিকেলে রূপসী-বাউশগাড়ি গণহত্যা দিবস উপলক্ষে পাবনার সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি দ্বিমুখী উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘আগামী ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে সংবিধান অনুযায়ীই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে আমরা খালি মাঠে গোল দিতে চাই না। আপনারা (বিএনপি) নির্বাচনের মাঠে আমাদের সঙ্গে খেলতে আসুন। ভয় পেয়ে পালিয়ে যাবেন না।’

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘বিএনপি নেত্রীকে আমরা জেলে পাঠাইনি। তিনি দুর্নীতি করেছেন, এতিমের টাকা মেরে খেয়েছেন। আদালত তাঁকে জেলে পাঠিয়েছেন।’ তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, আপনার আমও গেছে, ছালাও গেছে।

স্থানীয় সাংসদ ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হকের সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা নূরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল প্রমুখ।