যৌতুকের মামলা করায় স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন

আদালত
আদালত

চট্টগ্রামে স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। আজ মঙ্গলবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. আকবর হোসেন মৃধা এ রায় দেন। দণ্ডিত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, যৌতুকের মামলা করায় তিনি স্ত্রীকে হত্যা করেন।

দণ্ডপ্রাপ্ত মো. সোহেলের বাড়ি নোয়াখালী জেলার চর জব্বার এলাকায়। নিহত রুমা আক্তারের বাড়ি চট্টগ্রামের পতেঙ্গা থানায়।

চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ২০১৪ সালে রুমার সঙ্গে সোহেলের বিয়ে হয়। এরপর বিভিন্ন সময় সোহেল রুমার কাছে যৌতুক দাবি করতে থাকে। একপর্যায়ে ২০১৫ সালে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সোহেলের বিরুদ্ধে মামলা করেন রুমা। এতে ক্ষিপ্ত হয়ে ২০১৬ সালের ১৪ জুন নগরের পতেঙ্গার বিজয়নগর এলাকার ভাড়া বাসায় বালিশচাপা দিয়ে রুমাকে হত্যা করে সোহেল। এ ঘটনায় নিহত নারীর বাবা কামাল উদ্দিন সোহেলকে আসামি করে পতেঙ্গা থানায় হত্যা মামলা করেন। রায় ঘোষণার পর সোহেলকে কারাগারে পাঠানো হয়।

তবে এই রায়ে ক্ষোভ প্রকাশ করেছেন মো. ফখরুদ্দিন চৌধুরী। তিনি বলেন, রাষ্ট্রপক্ষ এই রায়ে অসন্তুষ্ট। আসামির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের লক্ষ্যে বাদীর সঙ্গে কথা বলে উচ্চ আদালতে আপিল করা হবে।