মানিকগঞ্জে বাস উল্টে নিহত ৩, আহত ১৫

গাছের সঙ্গে ধাক্কা খেয়ে সাউদিয়া পরিবহনের এই বাসটি উল্টে যায়। এতে নিহত হন তিন যাত্রী। ঢাকা-আরিচা মহাসড়ক, ঘিওর, মানিকগঞ্জ, ১৫ মে। ছবি:  ছবি আব্দুল মোমিন
গাছের সঙ্গে ধাক্কা খেয়ে সাউদিয়া পরিবহনের এই বাসটি উল্টে যায়। এতে নিহত হন তিন যাত্রী। ঢাকা-আরিচা মহাসড়ক, ঘিওর, মানিকগঞ্জ, ১৫ মে। ছবি: ছবি আব্দুল মোমিন

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কে দূরপাল্লার বাস উল্টে তিন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ওই বাসের কমপক্ষে ১৫ যাত্রী। আজ মঙ্গলবার বেলা সোয়া তিনটার দিকে উপজেলার তরা ক্রস ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের মধ্যে এ প্রতিবেদন লেখা পর্যন্ত (সন্ধ্যা সোয়া সাতটা) দুজনের নাম পুলিশ নিশ্চিত করেছে। তাঁরা হলেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার মিজানুর রহমান (৪৮) ও নগরকান্দা উপজেলার রানা হোসেন (৩০)। অপর নিহত ব্যক্তি মধ্যবয়সী। আহত ব্যক্তিদের মানিকগঞ্জের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

গাছের সঙ্গে ধাক্কা খেয়ে সাউদিয়া পরিবহনের এই বাসটি উল্টে যায়। এতে নিহত হন তিন যাত্রী। ঢাকা-আরিচা মহাসড়ক, ঘিওর, মানিকগঞ্জ, ১৫ মে। ছবি:  ছবি আব্দুল মোমিন
গাছের সঙ্গে ধাক্কা খেয়ে সাউদিয়া পরিবহনের এই বাসটি উল্টে যায়। এতে নিহত হন তিন যাত্রী। ঢাকা-আরিচা মহাসড়ক, ঘিওর, মানিকগঞ্জ, ১৫ মে। ছবি: ছবি আব্দুল মোমিন

দুর্ঘটনার পরপর প্রায় এক ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত সাউদিয়া পরিবহনের বাসটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

বরঙ্গাইল হাইওয়ে পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকার গাবতলী থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী ওই বাসটি তরা ক্রস ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেল মুখোমুখি চলে আসে। এ সময় মোটরসাইকেল বাঁচাতে গিয়ে বাসটি পাশের গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মহাসড়কের ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ওই তিন যাত্রী নিহত হন। খবর পেয়ে বরঙ্গাইল হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস এবং ঘিওর থানা-পুলিশের সদস্যরা হতাহত ব্যক্তিদের উদ্ধার করেন।

গাছের সঙ্গে ধাক্কা খেয়ে সাউদিয়া পরিবহনের এই বাসটি উল্টে যায়। এতে নিহত হন তিন যাত্রী। ঢাকা-আরিচা মহাসড়ক, ঘিওর, মানিকগঞ্জ, ১৫ মে। ছবি:  ছবি আব্দুল মোমিন
গাছের সঙ্গে ধাক্কা খেয়ে সাউদিয়া পরিবহনের এই বাসটি উল্টে যায়। এতে নিহত হন তিন যাত্রী। ঢাকা-আরিচা মহাসড়ক, ঘিওর, মানিকগঞ্জ, ১৫ মে। ছবি: ছবি আব্দুল মোমিন

বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ি উপপরিদর্শক (এসআই) আমির হোসেন বলেন, ‘আহত ব্যক্তিদের মধ্যে আটজনকে স্থানীয় একটি হাসপাতালে এবং বাকিদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।’

এসআই আমির আরও বলেন, ‘লাশ তিনটি বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।’