খুলনায় পুলিশ কমিশনারের নির্দেশে ব্যালটে সিল মারার অভিযোগ

রুহুল কবির রিজভী। ফাইল ছবি
রুহুল কবির রিজভী। ফাইল ছবি

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে পুলিশ কমিশনারের নির্দেশে একচেটিয়া সিল মারা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচন পর্যবেক্ষণ প্রতিক্রিয়ায় রুহুল কবির রিজভী এ কথা বলেন। তিনি বলেন, ‘আমরা নানা সূত্রে জানতে পেরেছি, খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বেলা আড়াইটা থেকে বিকেল চারটায় ভোট শেষ হওয়া পর্যন্ত ভোটকেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রহরায় নৌকা প্রার্থীর পক্ষে একচেটিয়া সিল মারার জন্য খুলনা পুলিশ কমিশনার নির্দেশ দিয়েছেন। ভোট এ রকমই হবে, নৌকা মার্কার প্রার্থী নিশ্চিত ছিলেন, তাই নির্বাচনের দুদিন আগে ভোটে জেতার জন্য শুভেচ্ছা জানিয়ে পোস্টার ছাপিয়ে দেয়ালে সেঁটেছেন।

রিজভী আরও বলেন, ‘২৯৪টি ভোটকেন্দ্রের মধ্যে এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী সশস্ত্র আওয়ামী সন্ত্রাসীরা দখল করে নেওয়া ভোটকেন্দ্রের সংখ্যা ১৫০টির অধিক।’

রিজভী বলেন, ‘বর্তমান অবৈধ সরকার ক্ষমতায় থাকলে কোনো দিনই দূষণমুক্ত নির্বাচন হবে না। জনগণ পরিত্যক্ত হলে সেই সরকার বেআইনি কাজ করবেই এবং এর জন্য তাদের কোনো লজ্জাবোধ নেই।’