ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি শক্তি প্রয়োগের প্রতিবাদ ঢাকার

পররাষ্ট্র মন্ত্রণালয়
পররাষ্ট্র মন্ত্রণালয়

ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল কর্তৃপক্ষের শক্তি প্রয়োগের ফলে ৫৮ ফিলিস্তিনি নিহত ও কয়েক হাজার আহত হওয়ার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘আমরা এ ঘটনায় ফিলিস্তিনিদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। সেই সঙ্গে অবিলম্বে ইসরায়েলি কর্তৃপক্ষের বর্বরোচিত হামলা বন্ধে চাপ প্রয়োগের জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি।’

বাংলাদেশ জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস স্থানান্তরে তৎপরতার বিষয়ে উদ্বেগ প্রকাশ এবং এ ব্যাপারে জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী জেরুজালেমের আইনি মর্যাদা অক্ষুণ্ন রাখার ওপর গুরুত্বারোপ করেছে। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ‘দুই রাষ্ট্র’ নীতিতে সমাধানের ভিত্তিতে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার কথা পুনর্ব্যক্ত করে এবং ১৯৬৭-পূর্ব সীমান্ত অনুযায়ী পূর্ব জেরুজালেমকে এর রাজধানী হিসেবে দেখতে চায়।