মাদারীপুরে ভাইয়ের ছুরিকাঘাতে মানসিক প্রতিবন্ধী বোনের মৃত্যু

মাদারীপুরের শিবচর উপজেলায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে মানসিক প্রতিবন্ধী বড় বোনের মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার মাদবরচর ইউনিয়নের ছলুখারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত বোনের নাম আয়তুননেছা। তিনি ওই এলাকার মোশারফ তাইয়ানির স্ত্রী। অভিযোগ ওঠা ছোট ভাইয়ের নাম সাঈদ চৌকিদার (২৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাঈদ চৌকিদার বাড়ির উঠোনে ছুরি দিয়ে আম কেটে খাচ্ছিলেন। এ সময় মানসিক প্রতিবন্ধী বড় বোন আয়তুননেছা সাঈদকে গালি দেন। এর প্রতিবাদ করলে আয়তুননেছা সাঈদের দিকে তেড়ে আসেন। এ সময় দুই ভাইবোনের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে সাঈদের হাতে থাকা ছুরি আয়তুননেছার পেটে ঢুকে যায়। পরিবারের সদস্যরা শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

শিবচর থানার পরিদর্শক (অপারেশন) মো. আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ভাইয়ের ছুরিকাঘাতে বড় বোনের মৃত্যুর খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সাঈদ ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন। তাঁকে আটক করতে মাঠে নেমেছে পুলিশ। নিহত আয়তুননেছার মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।