বাজেট অধিবেশন বসছে ৫ জুন

জাতীয় সংসদ ভবন
জাতীয় সংসদ ভবন

চলতি দশম জাতীয় সংসদের ২১তম অধিবেশন বসছে আগামী ৫ জুন। এই অধিবেশনেই ২০১৮-২০১৯ অর্থবছরের বাজেট পেশ ও পাস করা হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ৫ জুন বেলা ১১টায় অধিবেশন আহ্বান করেছেন বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আগামী ৭ জুন ২০১৮-১৯ অর্থবছরের বাজেট পেশ করা হবে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে। এটাই হবে এই মেয়াদে বর্তমান সরকারের শেষ বাজেট।

সাধারণত বাজেট অধিবেশন দীর্ঘ হয়। সংসদ অধিবেশনের আগে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটি অধিবেশন কত দিন চলবে, তা এবং সংসদের কার্যসূচি ঠিক করবে।

গত ১২ এপ্রিল শেষ হয় সংসদের ২০তম অধিবেশন। ওই অধিবেশনের মোট কার্যদিবস ছিল পাঁচটি।