জেমকন প্রফেশনাল গলফ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জামাল হোসেন মোল্লা

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিরা। জেমকন প্রফেশনাল গলফ টুর্নামেন্ট-১৮, কুর্মিটোলা গলফ ক্লাব, ঢাকা। ছবি: সৌজন্যে
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিরা। জেমকন প্রফেশনাল গলফ টুর্নামেন্ট-১৮, কুর্মিটোলা গলফ ক্লাব, ঢাকা। ছবি: সৌজন্যে

‘জেমকন প্রফেশনাল গলফ টুর্নামেন্ট-১৮-এর শেষ হয়েছে। এবারের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন জামাল হোসেন মোল্লা।

বুধবার দুপুরে ঢাকার কুর্মিটোলা গলফ ক্লাবে তিন দিনব্যাপী অনুষ্ঠিত এ টুর্নামেন্টের পর্দা নামে। বাংলাদেশের ৯০ জন গলফার এ টুর্নামেন্টে অংশ নেন। এঁদের মধ্যে ১২ জন অ্যামেচার গলফার।

দেশের স্বনামধন্য ব্যবসায়ী গ্রুপ জেমকনের পৃষ্ঠপোষকতায় দ্বিতীয়বারের মতো এ আসরের আয়োজন করা হয়। টুর্নামেন্টটি আয়োজন করে বাংলাদেশ প্রফেশনাল গলফারস অ্যাসোসিয়েশন (বিপিজিএ)। প্রতিযোগিতার মোট প্রাইজমানি ছিল ১১ লাখ টাকা।

এবারের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন জামাল হোসেন মোল্লা। পারের চেয়ে মোট ১৩ শট কম খেলেছেন তিনি। পারের চেয়ে ২ শট কম খেলে রানারআপ হয়েছেন বাদল হোসেন।

টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেমকন গ্রুপের মানবসম্পদ বিভাগের প্রধান সাইদ আহমেদ, প্রফেশনাল গলফারস অ্যাসোসিয়েশনের (বিপিজিএ) প্রেসিডেন্ট আসিফ ইব্রাহিম ও জেনারেল সেক্রেটারি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জি এম কামরুল ইসলাম।

জেমকন গ্রুপের মানবসম্পদ বিভাগের প্রধান সাইদ আহমেদ তাঁর বক্তব্যে গলফসহ দেশের বিভিন্ন খেলাধুলার উন্নয়নে জেমকন গ্রুপের ভূমিকা তুলে ধরেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা।

এর আগে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানটি আয়োজিত হয় গত সোমবার দুপুরে। প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন জেমকন গ্রুপের পরিচালক কাজী ইনাম আহমেদ। বিজ্ঞপ্তি।