র‍্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১, পুলিশ বলছে মাদক ব্যবসায়ী

রাজশাহীতে র‍্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী ছিলেন বলে দাবি পুলিশের। গতকাল বুধবার দিবাগত রাত একটার দিকে নগরের কাশিয়াডাঙ্গার নবগঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। 

আজ বৃহস্পতিবার সকালে নগরের কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম প্রথম আলোকে বলেন, র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ব্যক্তির নাম আবুল হাসান ওরফে হাসান ঘটিয়াল (৪৮)। তাঁর বিরুদ্ধে ১৫টির বেশি মাদকের মামলা আছে।

ওসি রবিউল ইসলাম জানান, রাত সাড়ে ১২টার দিকে র‍্যাবের পক্ষ থেকে তাদের খবর দেওয়া হয় যে থানার নবগঙ্গা এলাকায় বন্দুকযুদ্ধ হচ্ছে। পৌনে একটার দিকে তাঁরা ঘটনাস্থলে পৌঁছান। সেখানে গিয়ে তাঁরা একটি পিস্তল, ফেনসিডিল, কয়েক জোড়া স্যান্ডেল, গুলি ও ম্যাগাজিন দেখেন। এর আগেই ‘বন্দুকযুদ্ধে’ আহত আবুল হাসানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। পুলিশ সেখানে গিয়ে দেখে, হাসান মারা গেছেন। তাঁর বুকে চার-পাঁচটা গুলির দাগ ছিল।

ওসি রবিউল বলেন, র‍্যাব এখনো এজাহার দেয়নি। দিলে ময়নাতদন্তের ব্যবস্থা হবে।