বাগেরহাট-৩ আসনের ভোট গ্রহণ ২৬ জুন

খুলনার সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র তালুকদার আবদুল খালেকের ছেড়ে দেওয়া বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) সংসদীয় আসনে উপনির্বাচনে ২৬ জুন। ভোট গ্রহণের এ তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ আজ বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে নির্বাচনে অংশগ্রহণের জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৪ মে। বাছাই ২৭ মে ও প্রত্যাহারের শেষ দিন ৩ জুন।

হেলালুদ্দীন জানান, ফরিদপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. নুরুজ্জামানকে ওই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য তালুকদার আবদুল খালেক পদ ছেড়ে খুলনা সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। মঙ্গলবার তিনি বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন। এ কারণে আসনটি শূন্য হয়।