শ্রীমঙ্গলে ছাত্রকে অপহরণ করে হত্যার দায় শিক্ষকের যাবজ্জীবন

আদালত
আদালত

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ১২ বছরের শিশু আশরাফুল ইসলাম হত্যার দায়ে গৃহশিক্ষক মাহফুজুর রহমানকে (২৪) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ, তিনি অপহরণ করে মুক্তিপণ না পেয়ে শিশুটিকে খুন করেন।

বৃহস্পতিবার মৌলভীবাজার জেলা দায়রা জজ শেখ আবু তাহের এই রায় দেন। মামলাটি পরিচালনা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এ এস এম আজাদুর রহমান।


মামলার বিবরণী থেকে জানা গেছে, ২০১৪ সালের ১ মার্চ গৃহশিক্ষক মাহফুজুর রহমান আশরাফুলকে বাসা থেকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে। পরে মুক্তিপণ না পেয়ে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেন। এই ঘটনায় নিহত আশরাফুল এর নানি রাবেয়া বেগম পরদিন ২ মার্চ শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা করেন।

অভিযুক্ত ও নিহত উভয়ের বাড়ি শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের সিরাজনগর এলাকায়। রায় ঘোষণার পর মাহফুজুরকে কারাগারে পাঠানো হয়।