সিয়াম সাধনার প্রস্তুতি

শুরু হয়েছে পবিত্র রমজান মাস। পুরো এক মাস সিয়াম সাধনার প্রস্তুতির অংশ হিসেবে এখনো প্রয়োজনীয় সামগ্রী কিনে নিচ্ছেন মুসল্লিরা। আজ প্রথম রোজা এবং রমজানের প্রথম জুমা। অনেকেই জুমার নামাজ আদায় করতে দূরদূরান্ত থেকে সমবেত হয়েছিলেন ঢাকার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। জুমার নামাজ শেষে মুসল্লিরা রমজানে প্রয়োজনীয় সামগ্রী কিনে নেন। মুসল্লিদের জন্য মসজিদ এলাকায় নানা পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। টুপি, তসবি, জায়নামাজ, মেসওয়াক, আতর, ইসলামি বইসহ নানা সামগ্রী পাওয়া যাচ্ছে এখানে। ছবিগুলো শুক্রবারের।

নিজের জন্য টুপি পছন্দ করছেন এক তরুণ।
নিজের জন্য টুপি পছন্দ করছেন এক তরুণ।
পাওয়া যাচ্ছে নানা রং ও নকশার জায়নামাজ।
পাওয়া যাচ্ছে নানা রং ও নকশার জায়নামাজ।
নানা রঙের তসবি। এগুলো প্লাস্টিক, পাথর ও কাঠের তৈরি।
নানা রঙের তসবি। এগুলো প্লাস্টিক, পাথর ও কাঠের তৈরি।
মাত্র ৩০ টাকায় মিলবে ডিজিটাল তসবি।
মাত্র ৩০ টাকায় মিলবে ডিজিটাল তসবি।
পছন্দের সুগন্ধি বেছে নিচ্ছেন এক তরুণ।
পছন্দের সুগন্ধি বেছে নিচ্ছেন এক তরুণ।
টুপিটা হতে হবে তার মনের মতো। বাবার সঙ্গে টুপি কিনতে এসেছে সে।
টুপিটা হতে হবে তার মনের মতো। বাবার সঙ্গে টুপি কিনতে এসেছে সে।
দেশি-বিদেশি মেসওয়াক কিনতে ভিড় করেছেন মুসল্লিরা।
দেশি-বিদেশি মেসওয়াক কিনতে ভিড় করেছেন মুসল্লিরা।