বাজারভেদে বেগুনের কেজি ৮০ থেকে ১০০ টাকা

বাজারভেদে বেগুনের কেজি ৮০ থেকে ১০০ টাকা। ছবি: প্রথম আলো
বাজারভেদে বেগুনের কেজি ৮০ থেকে ১০০ টাকা। ছবি: প্রথম আলো

রোজা শুরুর এক সপ্তাহ আগেও রাজধানীর কারওয়ান বাজার থেকে এক কেজি বেগুন ৪০ টাকায় কিনেছেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সাইফুল ইসলাম ভূঁইয়া।

একই বাজারে রোজার দুই দিন আগে তিনি বেগুন কিনেছেন ৫০ টাকা কেজিতে। রোজার আগের দিন তিনি বেগুন কেনেন ৬০ টাকায়। একই দোকানে রোজার প্রথম দিন বেগুন কিনতে গেলে দাম চাওয়া হয় ৭০ টাকা। সেদিন তিনি আর বেগুন কেনেননি।

সাইফুল ভেবেছিলেন, আজ রোববার রোজার তৃতীয় দিনে দাম কিছুটা কমেছে। কিন্তু বাজারে বেগুনের দাম ৮০ থেকে ৯০ টাকা চাইছেন বিক্রেতারা।

সাইফুল ইসলাম বলেন, ‘বেগুনের দাম কীভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ে, সেটি দেখার জন্য আমি নিয়মিত বেগুন কিনছিলাম। এখন এটি সাধ্যের বাইরে চলে গেছে। তাই বেগুন না কিনে অন্য সবজি কিনছি।’

সরেজমিনে রাজধানীর কাঁঠালবাগান বাজার, মিরপুর টোলারবাগ বাজার ও হাতিরপুল বাজার ঘুরে দেখা গেছে, বেগুন বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে। তবে কারওয়ান বাজারে দাম কিছুটা কম। এখানে প্রতি কেজি বেগুন ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

কাঁঠালবাগান বাজারের সামনের দোকানের সবজি বিক্রেতা রাশেদ বলেন, ‘বেগুন দামাদামি করবেন না, একদাম ১০০ টাকা। নিলে নেন, না নিলে চইলা যান। আমাগো দোকানে একদাম।’

হাতিরপুল বাজারে কথা হয় ফারজানা রহমানের সঙ্গে। ভূতের গলি এলাকার এই বাসিন্দা নিয়মিত হাতিরপুল বাজারে সবজি কেনেন। তিনি বলেন, রোজার এক সপ্তাহ আগে তিনি বেগুন কিনেছেন প্রতি কেজি ৫০ টাকায়। এখন সেই বেগুন একই দোকানে ১০০ টাকা কেজিতে কিনলেন। বাধ্য হয়েই চড়া দামে কিনলেন কেন জানতে চাইলে ফারজানা বলেন, ‘ইফতারিতে বেগুনি বাসার সবাই পছন্দ করে। তাই বেগুন কিনতে বাধ্য হয়েছি। তবে যে চড়া দাম, তাতে কম করে কিনছি।’

হাতিরপুলের বিক্রেতা খোরশেদ আলম বলেন, ‘রোজা আইলে বেগুনের চাহিদা বাড়ে, সেটা সক্কলেই জানে। এ আর নতুন কী। চাহিদা বাড়লে দাম তো একটু-আধটু বাড়বোই। আমাদেরও বেশি দামে কিনতে হয়। তাই বেশি দামে বিক্রি করছি।’ পাইকারি বাজারে কত দামে কিনেছেন, তা জানতে চাইলে তিনি বলেন, পাইকারি বাজারে ৮০-৯০ টাকা দাম পড়েছে।

মিরপুরের টোলারবাগের বাসিন্দা গোলাম রব্বানী বলেন, ‘এবার রোজা শুরুর সঙ্গে সঙ্গে আমাদের বাজারে বেগুন ১০০ টাকা কেজি উঠেছে। অন্য সবজির দামের থেকে এটির পার্থক্য একটু বেশি।’

কারওয়ান বাজার ঘুরে দেখা গেল, এখানে খুচরা বাজারে বেগুন ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। যেসব বেগুন একটু লম্বা, সেগুলোর কেজি ৯০ টাকা। আর কিছুটা ছোট আকৃতির বেগুন ৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এ বছর বেগুনের দাম তেমন বাড়েনি দাবি করে বিক্রেতা মকবুল হোসেন বলেন, এবার বেগুনের দাম কমই আছে। গত বছর এই সময় বেগুন ১০০ টাকা ছিল বলে দাবি করে তিনি বলেন, পাইকারি বাজারে সরবরাহ ভালো বলে দাম কিছুটা কম।

এক সপ্তাহ আগে তো বেগুনের দাম ৩০ থেকে ৪০ টাকা কম ছিল, এখন বাড়ল কেন? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আগের কথা বাদ দেন। অখন দাম একটু বাড়বোই।’